দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কে কয়লা খনিতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ শতাধিক মৃতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। খনির ভিতরে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে।
সংবাদ সূত্রে জানা যায়, পশ্চিম তুরস্কে অবস্থিত ওই কয়লা খনিতে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এত ২ শতাধিক খনি শ্রমিক মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মৃতের বেশিও হতে পারে বলে সংবাদ সংস্থার খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওই খনিতে বিস্ফোরণের সময় প্রায় ৮০০ শ্রমিক কাজ করছিলেন।
সংবাদ জানিয়েছে, ১৩ মে দুপুরের দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলের মানিসা প্রদেশের সোমা নামক এলাকার ওই কয়লা খনিতে হঠাৎ বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা খনি শ্রমিকদের নিহত এবং আহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। বৈদ্যুতিক সমস্যার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী। কার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। যারা এখনও ভিতরে আটকা পড়ে আছেন তাদের বাঁচিয়ে রাখার জন্য খনির ভিতরে অক্সিজেন পাম্প করা হচ্ছে। ভিতরে আটকে পড়া শ্রমিকরা ভূগর্ভের অন্তত ২ কিলোমিটার ভিতরে এবং খনির প্রবেশ পথ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থান করছেন বলে জানা গেছে। তথ্যসূত্র: বিবিসি।
This post was last modified on মে ১৫, ২০১৪ 10:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত জয়েন্ট শক্ত হয়ে হওয়া, জয়েন্ট ফুলে ওঠা বা মারাত্মক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৮ বছর ধরেই ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোষ্য সাপটির মুখের সামনে বার বার ইঁদুরটিকে নাচিয়ে তাকে লোভ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৮ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোভিডকালে মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছিল। সেই সময় ভাইরাসে…