দেখে নিন আসছে আইফোন ৬ এ যে ধরনের নতুন ফিচার থাকতে পারে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাজারে আসছে আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন ৬। এর ব্যবহারকারীরা পরবর্তী সংস্করণে কি ধরনের নতুন ফিচার পাবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আইফোনের পরবর্তী সংস্করণে যে ধরনের নতুন ফিচার প্রয়োজনীয় তা আজ আমরা পাঠকদের জন্য তুলে ধরবো।


যে ফিচারগুলো বিভিন্ন প্রযুক্তি ব্লগগুলো আইফোনের পরবর্তী সংস্করণে আশা করছে তা পাঠকদের জন্য একে একে নিচে তুলে ধরা হলো।

১. বিল্ট ইন আই-আর

স্যামসাং গ্যালাক্সি এস৪ এবং গ্যালাক্সি এস৫ বিল্ট ইন ইনফ্রারেড ব্লাস্টার যুক্ত রয়েছে এর ফলে গ্যালাক্সি হ্যান্ডসেটগুলোকে ইউনিভার্সাল রিমোট হিসেবে ব্যবহার করা যায়। আইফোনের পরবর্তী সংস্করণে এটি যুক্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।

Related Post

২. এনএফসি (নিয়ারফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি)

অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করছেন, অ্যাপল তার পরবর্তী সংস্করণের আইফোনে এনএফসি বা নিয়ারফিল্ড কমিউনিকেশন ব্যবস্থা যুক্ত করতে পারে। এর ফলে সহজেই মোবাইলের মাধ্যমে পেমেন্ট করা যাবে। বিগত কয়েকবছর যাবত অনেক প্রতিষ্ঠানই এই ব্যবস্থাটি নিয়ে কাজ করার চেষ্টা করছে। কিন্তু ফলপ্রসূ কোন মোবাইল পেমেন্টের ব্যবস্থা এখনো করা হয়ে উঠেনি।

৩. সিরি অ্যাপসের আরো উন্নত সংস্করণ

অ্যাপলের আইফোনের ভয়েস কন্ট্রোল সিস্টেম সিরি বেশ কয়েক বছর যাবত আইফোন ব্যবহারকারীদের প্রয়োজনীয় উপকরণ হয়ে উঠেছে। আইফোনের এই ফিচারটির মত করে গুগল বের করেছে গুগল নাউ আর উইন্ডোজ ফোন এনেছে কর্টানা। কিন্তু তার কোনটিই অ্যাপলের সিরির মতো জনপ্রিয়তা পায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপল আইফোনের নতুন সংস্করণে সিরির ক্ষেত্রে আরো বিস্তৃত ফিচার যুক্ত করবে।

৪. ওয়ারল্যাস চার্জিং

ওয়ারলেস পাওয়ার কনসোর্টিয়াম একটি নতুন ধরনের ডিভাইস তৈরি করেছে যার মাধ্যমে চিপের সাহায্যে বিদ্যুৎ তৈরি করে তা মোবাইলের ব্যাটারীতে প্রয়োগ করা যায়। তাদের তৈরি এই ইন্ডাকশন চার্জিং ডিভাইসটির নাম চি। নোকিয়া লুমিয়া ৯২০ হ্যান্ডসেটে তারা সীমিত পর্যায়ে ওয়ারল্যাস চার্জিং যুক্ত করতে পেরেছিল। স্যামসাং তাদের গ্যালাক্সির নতুন সংস্করণে ওয়ারল্যাস চার্জিং পাতলা একটি ডিভাইস দিচ্ছে। স্মার্টফোনের ব্যাটারী চার্জিং এর ক্ষেত্রে কয়েক বছর যাবত চেষ্টা করার পরও এখন পর্যন্ত কার্যকরী কোন ব্যাটারী আসেনি ফলে এই ক্ষেত্রে ওয়ারল্যাস ডিভাইসটি বেশ ফলপ্রসূ হতে পারে।

৫. পানিনিরোধী বহিরাবরণ

স্যামসাং গ্যালাক্সি এস৪ সংস্করণে প্রথম এই ওয়াটারপ্রুফ ব্যবস্থাটি এনেছিল। স্যামসাং তাদের গ্যালাক্সির নতুন সংস্করণেও এই ব্যবস্থাটি রেখেছে। এর ফলে ব্যবহারকারীর স্মার্টফোন পানিতে পড়ে গেলেও কোন ধরনের সমস্যা হবে না। অ্যাপলের আইফোনের কোন সংস্করণে এখন পর্যন্ত এটি যুক্ত হয়নি।

৬. দ্রুতগতির প্রসেসর

অ্যাপল ক্রমাগতভাবেই তাদের আইফোনের সংস্করণে প্রসেসরের গতি বৃদ্ধি করে যাচ্ছে। অ্যাপল বর্তমানে আইফোনের গ্রাফিক্স ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। অ্যাপল ইতোমধ্যে আইফোন ৫ এবং ৫ এস সংস্করণে ৬৪ বিটের এ৬ চিপস ব্যবহার করেছিল। তাই আশা করা যায় আইফোন ৬ এ সুপারফাস্ট এ৭ চিপস ব্যবহার করতে পারে।

৭. আরো বড় স্ক্রীন

স্যামসাং গ্যালাক্সি ৪ কিংবা গ্যালাক্সি ৫ এবং গ্যালাক্সি নোট ২তে যে পরিমাণ বড় স্ক্রীন এনেছে। অ্যাপল এই পর্যন্ত তাদের কোন সংস্করণে এমন স্ক্রীন আনেনি। তাই সকলের প্রত্যাশা তাদের নতুন এই সংস্করণে তারা আরো বড় স্ক্রীনের আইফোন আনবে।

তাছাড়া আরো যেসব বিষয়ে প্রযুক্তি ব্লগাররা পরিবর্তন আশা করছেন তার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারী, আরো বেশি স্টোরেজ ব্যবস্থা থেকে শুরু করে আরো উন্নত ওয়াইফাই কানেকশন। এখন দেখার বিষয় অ্যাপল তাদের আইফোনের নতুন সংস্করণে কি ফিচার আনে।

তথ্যসূত্রঃ সিনেট

This post was last modified on মে ১৯, ২০১৪ 12:05 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে

সিলেটের মালিনিছড়া চা বাগানের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে