বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিসিবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহেকে। সোমবার সেই ঘোষণাটাই আনুষ্ঠানিকভাবে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


চন্ডিকা হাথুরুসিংহের সাথে প্রাথমিক ভাবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি। চুক্তি অনুযায়ী ১ জুলাই থেকে বাংলাদেশের কোচ হিসেবে কাজ শুরু করবেন হাথুরুসিংহে। তবে জুনে ভারতীয় দলের বাংলাদেশ সফরের আগেই তাঁকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছে বিসিবি। আগামী ১৩ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “জুনে ভারত সফর থাকায় তাকে আমরা আগে আসার অনুরোধ করেছিলাম। ভারত সিরিজে আমাদের সঙ্গে থাকার জন্য জুনের ১০ তারিখের ভেতর তিনি চলে আসবেন।”

নতুন কোচকে ঠিক কত বেতনে নিয়োগ দেয়া হয়েছে এই বিষয়টি গোপন রেখেছে বিসিবি। সাংবাদিকরা জানতে চাইলে বোর্ড সভাপতি কেবল বলেন, সেটা এখন গোপন থাকুক। তিনি আরো বলেন, “পেস, স্পিন, ফিল্ডিং ও ব্যাটিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ খোঁজা হচ্ছে।কয়েকজনের সঙ্গে কথা চলছে; তবে কোনোটাই চূড়ান্ত হয়নি। তবে স্পিন বোলিংয়ের কোনো বিশেষজ্ঞ কোচের সঙ্গে আমরা এখনো কথা শুরু করতে পারিনি।”

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে৷ বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন সিডনি থান্ডারের প্রধান কোচ৷

Related Post

বোর্ড সভাপতি নতুন কোচ সম্পর্কে বলেন, “উপমহাদেশের উইকেট সম্পর্কে সে ওয়াকিবহাল। শ্রীলঙ্কা জাতীয় দলে খেলেছে, সেখানে কাজও করেছে। অস্ট্রেলিয়ায় বেশ কিছুদিন ধরে কাজ করেছে। আমরা মনে করেছি, সামনে বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ায়, এমন একটি কম্বিনেশন আমাদের জন্য ভালো হবে।”

এদিকে বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার হিসেবে দুই বছরের চুক্তি করা হয়েছে আরেক শ্রীলঙ্কান মারিও ভিল্লাভারায়ণের সঙ্গে। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ট্রেনার হিসেবে আজ করছিলেন।

সূত্রঃ ইএসপিএন

This post was last modified on মে ২০, ২০১৪ 11:40 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে

সিলেটের মালিনিছড়া চা বাগানের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে