মায়ের কোমা অবস্থায় জন্ম নিল একটি সুস্থ শিশু

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সান্তাক্রুজ শহরের ৩৯ বছর বয়স্ক এক মহিলা কোমাতে থাকা অবস্থায় একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। মহিলাটি প্রায় ১০ সপ্তাহ জুড়ে কোমায় পড়ে আছেন। গত বৃহস্পতিবার সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।


মেলিসা স্কারলেট নামের এই ৩৯ বছর বয়স্ক মহিলাটি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেমিকোমাটেজ অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার রাতে ১০.৫৬ মিনিটে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় নাথানিয়েল লিন্ডে। শিশুটি বেশ সুস্থ, স্বাস্থ্যবান, শিশুটির ওজন ৫ পাউন্ড ৯ আউন্স। শিশুটির বাবা শিশুটির জন্ম প্রসঙ্গে বলেন, আমি খুবই খুশি একটি সুস্থ শিশু পাওয়াতে। এটি বলতে গেলে একরাশ দুঃখের মাঝে একটুখানি সুখ।

কেননা শিশুটির মা এখনো কোমা থেকে জেগে উঠতে পারেনি। এর কয়েকমাস আগে স্কারলেটের স্বামী ব্রায়ান লিন্ডে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, যখন তার স্ত্রীর মস্তিস্ক থেকে একটি টিউমারকে সরানো হয়েছিল। এরপর থেকে তার স্ত্রী কোমা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১০ সপ্তাহ ধরে তার স্ত্রীর হার্টবিট হচ্ছে। কিন্তু তিনি কোন ধরণের ব্যথা অনুভব করছেন না। তার স্বামীর আশা যে, স্কারলেট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার শিশুর হাসিমুখ দেখতে পাবেন। কিন্তু পূর্বাভাস বলছে তা প্রায় অনিশ্চিত।

তার স্বামী আরো বলেন, স্কারলেট একটি চমৎকার চাকরি করতো। সে তার অন্য শিশুটির জন্য অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলো। আমি তাকে খুব মিস করছি। তার শিশুটিও তাকে খুব মিস করছে। স্কারলেটের এই চিকিৎসা ব্যয় চালানোর জন্য একটি ফেসবুক কমিউনিটি পেজ সাহায্য করছে।

তথ্যসূত্রঃ এনবিসিনিউজ

Related Post

This post was last modified on ডিসেম্বর ২১, ২০২২ 10:00 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে