দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবলের মাতামাতিকে হীন স্বার্থে কাজে লাগাচ্ছে ব্রাজিলের এক শ্রেণীর ‘সেক্স গ্যাঙ’। ১১/১২ বছরের শিশুকন্যাদের কৌশলে এরা যৌন ব্যবসায় লিপ্ত করতে যাচ্ছে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, মূলত ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল দেখতে আসা পর্যটকদের প্রতি নজর রেখেই শিশুদের যৌন ব্যবসায় লিপ্ত করার এমন কর্মের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি টাইম ম্যাগাজিনের এমন এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পেয়েছে।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে অনন্ত ৫ লাখ সহায় সম্বলহীন মানুষ বসবাস করে। তাদের পরিবারের শিশুকন্যাদের আর্থিক কারণে সহজেই এই পথে আনা সম্ভব হয়। আবার ওইসব পরিবারের বেশিরভাগ মেয়েই যৌনকর্ম করেই আয় করে থাকে। তারা হয়তো কোনো স্বজনের হাত ধরে নইলে ট্রাক চালকদের মাধ্যমে এ পেশায় নাম লেখায়।
এসব অবোধ শিশুদের যৌন কাজ থেকে বাঁচাতে যারা সচেতনতামূলক কাজ করছেন তারাও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তারা জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে ব্যাপকভাবে শিশুদের যৌন ব্যবসায় লিপ্ত করা হচ্ছে। তারা মনে করেন, এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে, নইলে শিশুদের রক্ষা করা যাবে না।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আর এসব কাজে নিশ্চুপ থাকা যেনো ব্রাজিলের কতিপয় সমাজের ‘সংস্কৃতি’তে পরিণত হয়েছে। কারণ হিসেবে দেখা যায়, অনেক সময় মায়েরাই মহাসড়কের পাশে যৌন পল্লীতে মেয়েদের নিয়ে যায় একমাত্র টাকার জন্য। সেখানে এসব ঘটনা একেবারেই স্বাভাবিক ঘটনায় পরিগণিত হচ্ছে। মেয়েদের যৌন পল্লীতে বিক্রি করে দেয় মাত্র ১৫/২০ ডলারে।
উল্লেখ্য, আগামী ১২ জুন ব্রাজিলে বিশ্বকাপের বিশ্ব কাঁপানো পর্দা উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিড়ামোদিরা হাজির হবেন বিশ্বকাপের এই মহা আসরে খেলা দেখার জন্য।
তথ্যসূত্র: টাইমম্যাগাজিন
This post was last modified on জুলাই ৩, ২০১৪ 1:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…