দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শপথ গ্রহণের পর ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নরেন্দ্র মোদিও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ৪৪ সদস্যের মন্ত্রী পরিষদও শপথ নেন। নরেন্দ্র মোদি শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া তার লিখিত শুভেচ্ছা বার্তাটি মোদির হাতে পৌঁছে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক সম্পাদক বিজে জলি। পক্ষান্তরে এ বার্তা পেয়ে মোদিও তারেক রহমানকে তার দল এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
এই খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন লন্ডনে তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এডভোকেট হুমায়ূন কবির। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত সফরের আমন্ত্রণ ছাড়াও তারেক রহমানের স্বাস্থ্যের খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। অপরদিকে তারেক রহমান তার বার্তায় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, আপনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ-ভারত এবং বিএনপি-বিজেপির পারস্পরিক সম্পর্ক অতীতের চেয়ে আরও জোরদার হবে। তারেক রহমান তার বার্তায় আরও বলেছেন, সার্কের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আপনি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আমি প্রত্যাশা করি।
তারেক রহমান আশা প্রকাশ করে বলেছেন, নতুন প্রধানমন্ত্রী মোদি অতীতের সম্পর্কের সীমাবদ্ধতাগুলো দূর করে বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। ভারত হয়ে উঠবে বাংলাদেশের সর্বসাধারণের সব চেয়ে ঘনিষ্ঠ একটি বন্ধুরাষ্ট্র।
This post was last modified on মে ২৭, ২০১৪ 3:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…