দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৬ মিনিটে পেনাল্টি গোলে ১-০ তে এগিয়ে যায় স্পেন, তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ড ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্পেনকে।
গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে অবশ্য ম্যাচ না বলে সেটিকে ‘ছোটখাট যুদ্ধও’ বলা চলতে পারে। ওই ম্যাচে ১৩টি হলুদ কার্ড আর একটি লাল কার্ড দেখানো হয়েছিলো। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামার আগে দুদলই রয়েছে দুর্দান্ত ফর্মে। আর গেল আসরের শক্তিমত্তায়ও কোন হেরফের হয়নি। তার উপর বিশ্বকাপ বাছাই পর্বে একেবারে দুর্দান্ত খেলেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দল দুটি। বিশ্ব ফুটবলে টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ড আর লাতিন আমেরিকান টিকিটাকা ফুটবলের অন্যতম আমদানিকারক স্পেনের লড়াইটা তাই বেশ জমজমাটই হবে এমনটাই সবাই ধারনা করেছিলেন। তবে খেলা শেষে সবার সেই ধারণা ভুল প্রমাণিত হল।
শুরু থেকে নেদারল্যান্ড ফাউল করে পাওয়ার ফুটবল খেললও স্পেন নিজেদের ছন্দে থেকে বল দখলে রাখেন। খেলার ২৬ মিনিটে ডিয়াগো কস্তার অর্জিত পেনাল্টিতে জাভি আলোনসা স্পেনকে এগিয়ে দেন ১-০ গোলে। তবে নেদারল্যান্ডের অধিনায়ক ফন পার্সি ৪৩ মিনিটে দুর্দান্ত হেডে দলকে খেলার সমতায় আনেন। আরিয়েন রোবেনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। খেলার ৫২ মিনিটে লক্ষ্যভেদ করেন বায়ার্ন উইঙ্গার। স্পেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে নেদারল্যান্ডস। খেলার ৫২ মিনিটে আরিয়েন রোবেনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ৬৫ মিনিটে স্টিফেন ডি ভিজের গোলে দ্বিতীয়বার লিড পায় তারা। এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। পর পর রবেন এবং পার্সি আরো দুই গোল করলে নেদারল্যান্ড ৫-১ গোলে এগিয়ে যায়। এর পর আর স্পেনের কিছুই করার ছিলোনা। সম্পূর্ণ ৯০ মিনিট খেলে নেদারল্যান্ড ৫-১ গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে এবং একেই বলে হয়তো মধুর প্রতিশোধ।
This post was last modified on জুলাই ৫, ২০১৪ 3:07 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…