দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ শুরু হতে না হতেই এখন শুরু হয়েছে টিকে থাকার লড়াই। এখন লড়াই চলছে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সুপার ষোলতে ওঠা। গতকাল ব্রাজিল ও মেক্সিকোর গোলশূন্য ড্রয়ের পর অন্যসব দলগুলো মরিয়া হয়ে উঠবে জেতার জন্য।
কেওই চাই না হেরে বা ড্র করে ঝুলে থাকতে। টিকে থাকার লড়াইয়ে যেমন অবস্থা হয়েছে ব্রাজিল ও মেক্সিকোর। গতকাল গোলশূন্য ড্র করার কারণে তারা ২ ম্যাচে মোট ৪ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু পরবর্তী ম্যাচে তাদের জিততেই হবে।
ভাবুন স্পেনের কথা। কখনও ভাবেননি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক নিজেও। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ গোল খেয়ে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। স্পেনের উপর ফুটবল দুনিয়ার আলাদা একটা নজর ছিল এবারের বিশ্বকাপের আসরে। অথচ তারা সবাইকে হতাশ করলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেনের যে অসহায়ত্ব সেদিন দেখা গেছে তা নিয়ে ফুটবল দুনিয়ার কেওই বুঝতে পারছেন না বর্তমান চ্যাম্পিয়নদের এই হাল কেনো। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল গোলকিপার হিসেবে খ্যাত ক্যাসিয়াসকে যেভাবে নাকানি চুবানি খাইয়ে একের পর এক গোল করেছেন নেদারল্যান্ডসের ফুটবলাররা- তাতে করে চিলিও বেশ উৎফুল্র এবং ফুরফুরে মেজাজে রয়েছে। স্পেনের আজকের প্রতিপক্ষ চিলি।
হয়তো চিলির বিপক্ষে ম্যাচটি দুঃসহ স্মৃতি ডেকে আনবে না দেল বস্কের জন্য। যদিও শঙ্কাটা একটু থেকেই যায়। চিলি দূরন্ত সূচনা করেছে প্রথম ম্যাচে ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে। ঐ ম্যাচে গোল পাওয়া আলেক্সিস সানচেজ, বালদিবিয়া, বোশেজোরা আরো দ্বিগুণ উজ্জীবনী শক্তি নিয়ে মাঠে নামবে। ৩ পয়েন্ট নিয়ে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকে তারা এখন বেশ ফুরফুরে মেজাজে।
সময় যতো পার হচ্ছে ততই আশংকা বাড়ছে। ফেভারিট দলগুলো যদি এভাবে একের পর এক ব্যর্থ হতে থাকে, তাহলে বিশ্বকাপের প্রকৃত সুর বা পথ চলার গতি অন্যদিকে প্রভাহিত হবে। খেলা পাগল মানুষ রাত জেগে খেলা দেখেন আনন্দ পাওয়ার জন্য কিন্তু সেই আনন্দের মধ্যে যদি বেদনা এসে ভর করে তাহলে বিশ্বকাপের মজা থাকবে না। সকলের আশা অন্তত ফেভারিট দলগুলোই যেনো টিকে থাকে। তাহলে শেয়ানে শেয়ানে লড়াই হবে পরবর্তী রাউণ্ডগুলোতে। কারণ লড়াই না দেখলে খেলা দেখার মজা কোথায়?
রাত ১০টা: অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস
রাত ১টা: স্পেন-চিলি
ভোর ৪টা: ক্যামেরুন-ক্রোয়েশিয়া
This post was last modified on জুন ১৮, ২০১৪ 12:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না। কোন ভিটামিন কিংবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল্লু অর্জুন অভিনীত বলিউডের বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। কিছুদিন…