আর্জেন্টাইন কোচ সাবেলা ও মেসির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ব্রাজিল বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে খেলা শেষে মেসি সংবাদ সম্মেলনে জানান, তিনি চান আরও বেশি আক্রমণাত্মক দল, তবে কোচ সাবেলা খেলাচ্ছেন রক্ষণাত্মক! এতেই মিডিয়াতে উঠে আসে কোচ এবং মেসির দ্বন্দ্বের কথা।


লিওনেল মেসির সঙ্গে কোচ আলেসান্দ্রো সাবেলার ‘ক্ষমতার দ্বন্দ্ব’ চলছে! বসনিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির মন্তব্য থেকে এমন গুঞ্জনই চলছে। সত্যিযদি এমনটা হয় তবে বিশ্বকাপে বিপক্ষে আর্জেন্টাইন প্রতিপক্ষ কেবল অন্য দল নয় নিজেরাই দলকে অস্থির করে তুলতে তারা যথেষ্ট।

বসনিয়ার বিপক্ষে শুরুর দিকে অতি রক্ষণাত্মক কৌশল নেন সাবেলা। আর্জেন্টিনাকে খেলান ৫-৩-২ ফরম্যাটে, যেটাতে মেসি একদমই অভ্যস্ত নন। এর প্রভাবও পড়েছিল খেলায়। প্রথমার্ধে আর্জেন্টিনা ছিল ছন্নছাড়া। আর্জেন্টাইন প্রাণ-ভোমরাও নিজেকে মেলে ধরতে পারছিলেন। দ্বিতীয়ার্ধে সাবেলা পুরোনো ৪-৩-৩-এ ফিরিয়ে আনায় আর্জেন্টিনার খেলায় কিছুটা ছন্দ ফিরে আসে।

এদিকে ওই ম্যাচের পর কোচের রক্ষণাত্মক কৌশল নিয়ে আপত্তি তোলেন মেসি। আর্জেন্টাইন জাদুকর জানিয়ে দেন, বসনিয়ার বিপক্ষে নিজের মতো করে খেলতে না পেরে বিরক্ত ছিলেন তিনি। তিনি চান, ইরানের বিপক্ষে ম্যাচে যেন আরও বেশি আক্রমণাত্মক খেলা খেলে আর্জেন্টিনা।

অপর দিকে মেসির এই বক্তব্যের পর আর্জেন্টাইন গণমাধ্যমে গুঞ্জন ওঠে, সাবেলা ও মেসির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে। তবে সাবেলার দাবি, তাঁদের মধ্যে কোনো বিবাদ নেই। আর যদি দলের প্রধান খেলোয়াড়দের সাথে কোচের এমন দ্বন্দ্ব থেকেও থাকে তাহলে দলের যে কি অবস্থা হবে তা আর্জেন্টিনার প্রতিটি সমর্থক ভালো ভাবেই অনুভব করতে পারছেন।

Related Post

তবে ইরানের বিপক্ষে আজকের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচের দাবি, মেসির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তাঁর। দলের সার্বিক পরিবেশ ঠিকঠাকই আছে।

তাহলে কেন প্রকাশ্যে কোচের কৌশলের সমালোচনা করলেন মেসি? প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে। এটা কি দ্বন্দ্বের ইঙ্গিত নয়? এ প্রশ্নেও আগের বক্তব্যে অটল রইলেন সাবেলা। বললেন, তিনিই মেসিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিলেন। আর্জেন্টাইন কোচ আরও বলেন, আর্জেন্টিনার কেমন খেলা উচিত, এ মতামত দিতেই পারেন মেসি। এটা নতুন কিছু নয়। দলের সার্বিক পরিবেশ ঠিকঠাক আছে।

সূত্রঃ মীরর

This post was last modified on জুন ২১, ২০১৪ 5:17 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে