দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল চার্জিং নিয়ে এবং ব্যটারির যত্ন নিয়ে আমরা মোবাইল কেনার প্রথম দিন থেকেই অনেক গুজব অনুসরণ করে থাকি যা আসলেই ভুল ধারণা। চলুন জেনে নেয়া যাক মোবাইলের ব্যাটারি নিয়ে কয়েকটি ভুল ধারণা এবং সেগুলোর সঠিক দিকগুলো।
এই উপদেশ শোনেননি, এমন মানুষ কমই আছে। তবে মানুষের চেয়ে তাদের মোবাইল ফোন বেশি স্মার্ট। আপনার ফোনের ব্যাটারি পূর্ন চার্জ হয়ে গেলে এটি নিজে থেকেই চার্জিং বন্ধ করে দিতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, একটি গ্লাস পানিতে পূর্ণ থাকলে আপনি কি আরো পানি রাখতে পারবেন? আপনার ব্যাটারির চার্জ ৪০% থেকে ৮০% রাখুন। ব্যাটারি অনেকদিন ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের মাঝে প্রায় ৯৯% ব্যবহারকারী এই নির্দেশ অনুসরণ করে থাকেন। অনেক ক্ষেত্রে ফোনের বিক্রেতারাই বলে দেয় ভাইয়া ফোন বাসায় নিয়ে অবশ্যই ৭-৮ ঘন্টা চার্জ করে ব্যবহার করবেন। আসলেই কি ৭-৮ ঘন্টা এক টানা চার্জ দেয়ার প্রয়োজন আছে? মোটেই না, কারণ আপনার ফোনের ব্যাটারি যখনি ফুল চার্জ দেখাবে এর মানে তার আর চার্জ প্রয়োজন নেই। এরপর আপনি যতোই চার্জে লাগিয়ে রাখুন না কেনও আপনার ডিভাইস কিন্তু বাড়তি কোন চার্জ নিচ্ছেনা। অতএব, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা।
অনেকেই মনে করে, ফোন চার্জ দেওয়ার সময় এটি ব্যবহার করলে ব্যাটারির বিস্ফোরণ ঘটতে পারে। এটি একেবারেই ভুল কথা। আপনি যদি ফোনের অরিজিনাল চার্জার কিংবা ভালো মানের থার্ড পার্টি চার্জার ব্যবহার করে থাকেন, তাহলে এটা নিয়ে আপনার একদমই চিন্তিত হওয়ার কিছু নেই।
একবারে অনেকক্ষণ চার্জ না দিয়ে প্রতিদিন চার্জ দেওয়া ভালো। বর্তমানে অধিকাংশ ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। চার্জশূন্য হলে এসকল ব্যাটারি বেশ ভারসাম্যহীন হয়ে পড়ে। ব্যাটারির একটি নির্দিষ্ট সংখ্যক লাইফ সাইকেল থাকে। একবার চার্জশূন্য হলে একটি সাইকেল শেষ হয়।
অন্য ব্র্যান্ডের কিংবা নন ব্রান্ডেড চার্জার, সন্তোষজনক না হলেও এগুলো বেশ ভালোই কাজ করে। তবে একদমই কমদামী নড়বড়ে চার্জার ব্যবহার না করাই ভালো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অফিসিয়াল চার্জারের মত কাজ না হলেও বেশ ভালোভাবেই এগুলো কাজ করে। অতএব, এগুলো ব্যবহারে ডিভাইসের ক্ষতি হবে তা কিন্তু নয়। আপনার ব্যাটারির চার্জিং ইম্পুটের সাথে মিলিয়ে চার্জার ব্যবহার করলে কোন সমস্যা হবেনা।
আপনার ফোন একটি যন্ত্র হতে পারে, কিন্তু তারপরেও এর বিশ্রামের প্রয়োজন রয়েছে। অ্যাপলের একজন বিশেষজ্ঞ বলেছিলেন,” আপনার ফোনের পারফর্মেন্স ঠিক রাখতে বিভিন্ন সময় এটিকে বন্ধ রাখা প্রয়োজন, বিশেষ করে আপনি যখন রাতে ঘুমাতে যান।” তবে আপনার ব্যাটারি লাইফ ঠিক রাখতে সপ্তাহে কমপক্ষে একবার হলেও বন্ধ করুন। আর একবার ফোন রিস্টার্ট দিলে ব্যাটারি লাইফ বেশ ভালোই বেড়ে যায়।
This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 10:38 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানিশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন, পেটের গোলমাল, ত্বকের সমস্যা- সব মিলিয়ে নাজেহাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…