দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফুটবল ইতিহাসের এক মহাযুদ্ধে অবতীর্ণ হযেছিল ব্রাজিল ও ক্যামেরুন। বিশ্বকাপ ২০১৪
আজকের এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল ৪-১ গোলে ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলে গেলো -আপডেট নিউজ।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – DhakaTimes.com.bd/go/live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
আজকের এই ম্যাচটি ক্রিকেট দুনিয়ায় একটি বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। কারণ স্বাগতিক ব্রাজিল ছিটকে পড়বে নাকি তাদের খেলার নৈপুণ্য উপহার দিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে সেটিই দেখার বিষয়।
এদিকে আজকের খেলা দেখার জন্য বিশ্বের লক্ষ-কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের ভক্তরাও উদগ্রীব। টিভির বাইবে বিশেষ পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে অপেক্ষা করেছে এদেশের ভক্তরা। ছোট-বড় নির্বিশেষে সকলেই প্রতীক্ষায় ছিলেন কখন শুরু হবে লড়াই। খেলা এবং খেলার শেষ বাঁশি বলে দেবে আজ কি ঘটতে যাচ্ছে। ক্যামেরুনের সঙ্গে ব্রাজিল কেমন খেলবে তা সময়ই বলে দেবে।
নেইমারকে ব্রাজিলের তরুপের তাস হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ব্রাজিল বিশ্বকপের ‘পোস্টার-বয়’ হিসেবেও খ্যাত নেইমার। গতি, ড্রিবলিং, শুটিং এবং হঠাৎ করে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতায় টুর্নামেন্টকে আলোকিত করার সব সম্ভাবনাই রয়েছে নেইমারের। স্বাগতিকদের বিশ্বকাপ জয়ের স্বপ্নদ্রষ্ঠা ২২ বছরের এই তরুণের হাতেই নিহিত এমন কথা ক্রিকেট বোদ্ধারা বলছেন। তবে সব কিছুই মাঠে প্রমাণ হবে।
নিকনেম: সেলেকাও
কোচ: লুইস ফিলিপ স্কলারি
অধিনায়ক : থিয়াগো সিলভা
সম্ভাব্য একাদশ:
জুলিও সিজার, থিয়াগো সিলভা, মার্সেলো, পাউলিনহো, হাল্ক, দানি আলভেজ, লুইস গুস্তাভো, ডেভিড লুইস, অস্কার, নেইমার ও ফ্রেড।
নিকনেম: দ্য ইনডোমিট্যাবল লায়ন্স
অধিনায়ক: স্যামুয়েল ইতো
কোচ: ফোলকার ফিঙ্ক
সম্ভাব্য একাদশ:
চার্লস ইতানজে, অ্যালান নইয়োম, নিকোলাস এনকুলো, অরিলিয়েন শেজু, আলেক্স সং, আসু-একাত্তা, এয়োং এনোহ, জাঁ মাকুন, বেঞ্জামিন মৌকাঞ্জো, স্যামুয়েল ইতো, ম্যাক্সিম শোপো।
This post was last modified on জুন ২৪, ২০১৪ 4:29 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…