দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাশ দিয়ে একটি ছেলে বা একটি মেয়ে হেঁটে গেলে হয়তো প্রথম দর্শনেই ভালোবেসে ফেলা যায়। যাকে বলে প্রথম দেখায় প্রেম। আবার অনেক দিনের চেনা জানা বন্ধুর প্রতিও হঠাৎ ভালোবাসার অনুভূতি তৈরি হয়। অনেক সময় এমন হয় যে, কারো প্রেমে পড়েছেন নাকি শুধুই বন্ধুত্বের টান কিংবা শুধুই আকর্ষণ সেটা নিয়ে সৃষ্টি হয় মানসিক দ্বন্দ্ব। এমনি পরিস্থিতি মোকাবেলার জন্য আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো প্রেমে পড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ সম্পর্কে।
পাকস্থলীতে প্রজাপতি
প্রেমে পড়লে ছেলে মেয়ে সকলের শরীরের ভেতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। যাকে ভালোবেসে ফেলেছেন তাকে দেখলে পেটে ও বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভূত হয়। তার সাথে কথা বলার সময় কিংবা তাকে ফোন করার আগে প্রচণ্ড আবেগের একটি অনুভূতির সৃষ্টি হয়। এই অনুভূতিকেই ইংরেজিতে বলা হয় ‘বাটারফ্লাইস ইন স্টোমাক’ বা পাকস্থলীতে প্রজাপতি। এই অনুভূতির কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন যে ঘাবড়ে যাওয়ার কারণে শরীর থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোনের কারণে পাকস্থলীর এই অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু মজার বিষয়টি হলো এটি একটি আনন্দের অনুভূতি। প্রচণ্ড এই আনন্দের অনুভুতিটি মানসিক চাপের সৃষ্টি করে।
হঠাৎ আনন্দের অনুভূতি
প্রবাদে আছে প্রেমের ধাক্কায় নাকি পাথরও উল্টায়। স্বাভাবিকভাবেই প্রেমে পড়লে মনের স্থিরতা থাকে না। হঠাৎ করেই মন ভালো হয়ে যায় এই সময়ে। বাঁধভাঙ্গা সেই হাসির অনুভূতিতে আপনি হয়তো নিজেও জানবেন না আপনি আনমনে হাসছেন। প্রিয় মানুষটির কথা মনে পড়লেই নিজের অজান্তেই আপনার মুখে হাসি ফুটে উঠবে। বন্ধু মহলে আপনার এই হঠাৎ হাসির অনুভূতির কারণে আপনাকে নিয়ে মজা করতে ভুলবে না। এই সময়ে নিজের ভেতরে একটি অন্যরকম ভালোলাগার অনুভূতি সৃষ্টি হয়। তখন আপনার কাছে সবকিছুই ভালো লাগবে। আপনি ভেতরে ভেতরে একটি শুদ্ধতম মানসিক শক্তি অনুভব করবেন।
সারাক্ষণ একজনকে নিয়েই ভাবা
কিছুটা দিবাস্বপ্ন দেখার মতোই পরিস্থিতি হয় প্রেমে পড়লে, আপনার চিন্তা ভাবনা সারাক্ষণ একজনকে ঘিরেই ঘুরপাক খায়। যাকে পছন্দ করেছে আপনার মন কিছুতেই যেন তার কথা ভুলতে পারছে না। ইদানীং কেউ কেউ আপনাকে বলছে যে, আপনি অন্যমনষ্ক থাকেন। আপনার সাথে যদি এই পরিস্থিতিগুলো মিলে যায় তাহলে আপনি প্রেমে পড়েছেন সেই মানুষটির। হয়তো দেখা গেল বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। আপনার বন্ধুরা নানা বিষয়ে কথা বলছেন আর আপনি আনমনে আপনার ভালবাসার মানুষটির সাথে কোন এক গাছতলায় বসে কথা বলছেন।
সহজেই মন খারাপ করা
প্রেমে পড়লে মনের অস্থিরতার জন্য সহজেই মন খারাপ হয়ে যায়। পছন্দের মানুষটি আপনার ফোন ধরতে না পারলে কিংবা দেখা না হলে মনের ভেতর খারাপ লাগা অনুভূতি সৃষ্টি হয়। আবার সারাটা দিন মন খারাপ করে বসেও থাকে অনেকে। একটুখানি দূরত্বকেই তখন অবহেলা মনে হতে থাকে। এগুলো সবই প্রেমে পড়ারই লক্ষণ। সকাল-সন্ধা-রাত সারাবেলায় তার সাথে আপনার কথা বলতে ইচ্ছে করবে। কিন্তু দেখা গেল ভালবাসার মানুষটি তার কোন গুরুত্বপুর্ন কাজের জন্য আপনার সাথে কথা বলতে পারছে না কিংবা কল করতে পারছে না। আর এই সকল ক্ষেত্রে আপনার মনে আকাশে এসে জমা হবে একরাশ কালো মেঘ, সেখান দেখে ঝরবে অঝোর বৃষ্টি।
এবার দেখুন তো, লক্ষণগুলোর সাথে আপনার মিলে যায় কিনা? যদি মিলে তো তাহলে আর কিছুই নয়, প্রেমে পড়েছেন আপনি। এই যদি আপনার পরিস্থিতি হয়ে থাকে তবে নিজেকে নিয়ন্ত্রণ করুন। ধীরে সুস্থে আপনার ভালবাসার মানুষটিকে নিয়ে এগিয়ে যান।
This post was last modified on জুলাই ২৬, ২০১৪ 4:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…