দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৪ আসরের নকআউট পর্বের তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে জার্মানি কোয়ার্টার ফাইনালে চলে গেছে। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না পেয়ে অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতেই দ্বিতীয় মিনিটেই জার্মানি এই জয়সূচক গোলটি করে। পরে আরও ১টি এবং আলজেরিয়া ৩০ মিনিট পার করে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এসে ১টি গোল পরিশোধ করে।
বিশ্বকাপ ২০১৪ বেশ জমে উঠেছে। বিশেষ করে নকআউট পর্বে বেশ কিছু ভালো দল ছিটকে গেছে। যেমন মেক্সিকো গতকাল নেদারল্যান্ডস্ এর কাছে হেরে বিদায় নিয়েছে। অনেকের ধারণা ছিল এবার মেক্সিকো হয়তো আরও দূর এগিয়ে যাবে। এর কারণ হলো মেক্সিকোর গোলরক্ষক যে খেলা এবারের বিশ্ব কাপে দেখিয়েছেন তাতে অনেকেই ধারণা করেছিলেন মেক্সিকো হয়তো এগিয়ে যাবে। কিন্তু বিদায় নিতে হলো তাদের।
জার্মানি এবং আলজেরিয়ার খেলাও হবে দেখার মতো। বিশেষ করে জার্মানি অত্যন্ত শক্তিশালী ও পরিচ্ছন্ন দল। জার্মানির খেলা দেখে যে কোনো দর্শক মজা পাবেন। তবে খেলার ফলাফল জানতে দেখতে থাকুন ব্রাজিল বিশ্বকাপ ২০১৪। ঢাকা টাইমস্ এর অনলাইনে সরাসরি খেলা দেখতে পারেন। প্রতিটি গোলের আপটেডসহ লক্ষ-কোাটি দর্শকদের সঙ্গে রয়েছে দি ঢাকা টাইমস্। আপনিও থাকুন আমাদের সঙ্গে।
নিকনেম: দ্য ইগলস
অধিনায়ক: ফিলিপ লাম
কোচ: জোয়াকিম লো
সম্ভাব্য একাদশ:
ম্যানুয়েল ন্যয়ার, ফিলিপ লাম, পের মের্টেসাকার, জেরম বুয়েটাং, মার্সেল স্মেলৎজার, টোনি ক্রুস, শোয়েনস্টেইগার, টমাস মুলার, মেসুত ওজিল, মার্কো রয়েস, মিরোসøাভ কোসা।
নিকনেম: দ্য গ্রিনস (সবুজ)
অধিনায়ক: মাজিদ বুঘেরা
কোচ: ভাহিদ হালিলোচিজ
সম্ভাব্য একাদশ:
রাইস এলবোমহি, মাজিদ বুঘেরা, ফাউজি গুলাম, সাফির তাইদের, আরবি হিলেল, ইয়াছিন ব্রাহিমি, মেহদি মেস্তিফা, সোফিয়ানে ফিগোউলি, কার্ল মেদজানি, ইসলাম সিমানি।
This post was last modified on জুলাই ১, ২০১৪ 9:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…