[ব্রেকিং] প্রয়োজনে দেশের হয়ে আর খেলবো না- হুমকি সাকিবের!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলায় দলীয় সূচি বাঁধা হয়ে দাঁড়ানতে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জাতীয় দলের নতুন কোচ চন্দ্রিকা হাথুরুসিঙ্গেকে জানিয়েছেন তিনি প্রয়োজনে দেশের হয়ে আর খেলবেন না। এসব কথা জানিয়েছে দেশী সব মিডিয়া।


সাকিব আল হাসান বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন, তবে সেখানে যাওয়ার আগে কোচ চন্দ্রিকা হাথুরুসিঙ্গে সাকিবকে বলেছিলেন, তিনি যেন ১ আগস্ট থেকে বাংলাদেশ দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। এর জবাবে সাকিব কোচকে জানিয়েছেন তিনি উক্ত সময়ে বাংলাদেশ দলের সাথে প্রশিক্ষণ ক্যাম্পে থাকতে পারবেন না এবং প্রয়োজনে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর খেলবেন না।

কোচ বিষয়টি ইতোমধ্যে বিসিবি বরাবর লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, আগামি ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই বিষয়টি উঠতে যাচ্ছে।

সাকিব আল হাসানের ডাক পড়া ক্যারিবীয় প্রিমিয়ার লিগ ১১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আর বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরু হবে ২০ আগস্ট। এর আগেই জাতীয় দলের কোচের অধীনে চলবে প্রশিক্ষণ ক্যাম্প।

এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, শনিবারের মাঝেই সাকিবকে দেশে এসে বিসিবি অফিসে যোগাযোগ করতে এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে। সাকিব লিখিত কোন অনুমতি না নিয়ে সিপিএল খেলতে যাওয়ায় অসন্তুষ্ট হয়েছেন বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও

Related Post

বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খেলোয়াড় যত গুরুত্বপূর্ণই হোক না কেন, অন্যায় করলে তার বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না’

এছাড়া তিনি বাংলাদেশী বেশ কিছু মিডিয়াকে জানিয়েছেন, সাকিবের এমন বিশৃঙ্খলার জন্য তাকে শাস্তি পেতে হবে। পাপন আরো বলেন, ‘সাকিব সিপিএল খেলেছে এ কারণে আমরা তাকে শাস্তি দেব না বরং একটি প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করার দায়েই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা কোনোভাবেই এটা সহ্য করবো না।’

বিসিবি সভাপতি মিডিয়াতে নিজের বক্তব্যে যুক্ত করেন, ‘সাকিব আমার প্রিয় খেলোয়াড়, মোহাম্মদ আশরাফুলও তাই। কিন্তু ওই চিঠির জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সাকিবকে সম্মানের সঙ্গেই বলছি, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয় এমন কোন ধরনের সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধান্বিত হবো না।’

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার সাকিব আল হাসানের বিষয়ে বোর্ডকে জরিমানাসহ নিষেধাজ্ঞা জারি করার মত সিদ্ধান্ত নিতে হয়েছে।

This post was last modified on জুলাই ৬, ২০১৪ 12:03 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে