দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৮ বছর পর ক্ষমা চেয়ে জুতার মালিকের কাছে চিঠি দিয়েছে এক চোর। ওই চিঠিতে জুতার দামও ফেরত দিয়েছে!
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ৮ বছর আগের জুতা চুরি করেছিল এক চোর। ৮ বছর পর সে এ ঘটনায় অনুতপ্ত হয়ে জুতার মালিকের কাছে এক চিঠি পাঠিয়েছে ওই চোর। চিঠিতে চোর ক্ষমা চাওয়ার পাশাপাশি জুতার দাম বাবদ ৫০০ সৌদি রিয়ালও ফেরত দিয়েছে! সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এ খবর দিয়েছে।
গাল্ফ নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পত্রিকা সাবাক বৃহস্পতিবার জানায়, সৌদির নাগরিক আবু আব্দুল রহমান রাতে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে তার জুতা জোড়া চুরি হয়ে যায়।
জানা যায়, স্থানীয় রীতি অনুযায়ী অনুষ্ঠানকালীন মজলিসেই খাবার পরিবেশন করা হয়। এই সময় অতিথি এবং গৃহকর্তাসহ সকলকে তাদের জুতা দরজার বাইরেই রাখতে হয়।
আব্দুল রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত বুধবার এক যুবক আমার অফিসে এসে একটি খাম দিয়ে যায়। সেটা খুলে সেখানে আমি একটি কম্পিউটারে টাইপ করা নোট দেখতে পাই।’ নোটে চোরটি লিখেছে, ‘সে আমার জুতা জোড়া চুরির ঘটনায় বেশ অনুতপ্ত। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন।’
আব্দুল রহমান জানান, চোরটি জুতার দাম বাবদ ৫০০ রিয়ালও দিয়েছে। প্রকৃতপক্ষে ওই জুতা জোড়ার দাম এর অর্ধেক। জুতা জোড়াটি কেনার পর ওই দিনই তিনি প্রথম ব্যবহার করেছিলেন।
জানা গেছে জুতার মালিক আব্দুল রহমান বলেছেন, তিনি চোরকে কয়েক বছর আগেই ক্ষমা করে দিয়েছেন। এখন তিনি চোরের দেওয়া অর্থগুলো একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।
উল্রেখ্য, ওই চোরও তার নোটে উল্লেখ করেছে, জুতা জোড়া সে এক অভাবী ব্যক্তিকে দান করে দিয়েছেন। তথ্যসূত্র: গাল্ফ নিউজ
This post was last modified on জুন ২১, ২০২২ 3:14 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি সাধারণত পশুপাখিরা আতশবাজি থেকে দূরে থাকতেই পছন্দ করে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…