যে সকল কারণে অ্যান্ড্রয়েড এল অ্যাপল আইওএস থেকে বেশি সুবিধাজনক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সম্প্রতি অনুষ্ঠিত গুগল ডেভেলপার সম্মেলনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড এল এর ঘোষনা দেয় প্রযুক্তি জায়ান্ট গুগল। আগের সংস্করণগুলোর তুলনায় নতুন সংস্করণটিতে নানা ফিচার যুক্ত করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে ব্যবহারকারীদের জন্য বাজারে আসবে নতুন এই অপারেটিং সিস্টেমটি। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো কেন অ্যান্ড্রয়েড এল ব্যবহার অ্যাপল আইওস থেকে সুবিধাজনক।


নতুন ইউজার ইন্টারফেস

গুগল একে বলছে ইউনিভার্সাল ইন্টারফেস। কেননা এই ইউজার ইন্টারফেসটি সকল ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। অ্যান্ড্রয়েড এল সংস্করণটির ইউজার ইন্টারফেসে অনেক পরিবর্তন আনা হয়েছে। এতে অ্যানিমেশন, শ্যাডো ও অ্যাপগুলোতে অধিক সাদা জায়গা ব্যবহার করা হয়েছে। এছাড়া হোম, ব্যাক ও মাল্টিটাস্কিং কিগুলো বৃত্ত, ত্রিভুজ আকারে প্রদর্শিত হবে। গুগল চেষ্টা করেছে নতুন সংস্করণটি আরও সহজ ও সাবলীলভাবে ব্যবহারকারীদের উপযোগি করার জন্য।

থ্রিডি মাল্টিটাস্কিং

বর্তমানে থ্রিডি প্রযুক্তির যুগ। তাই পিছিয়ে থাকবে না গুগলের এই নতুন অপারেটিং সিস্টেমও। এতে মাল্টিটাস্কিং মেনুর পরিবর্তন আনা হয়েছে। ত্রিমাত্রিক চিত্র দেখা যাবে মাল্টিটাস্কিং মেনুতে। ছায়া ও উচ্চতার এক অনন্য সংমিশ্রণ দেখা যাবে এই মেনুতে।

Related Post

৬৪ বিট সিপিইউ সমর্থন

গুগলের অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমটি ৬৪ বিটের প্রসেসর সমর্থন করবে। এর আগে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম আইওএস-এ এই প্রযুক্তি এনেছিল। তাই অ্যাপলের সঙ্গে পাল্লা দিতে গুগল ৬৪ বিট সমর্থিত অপারেটিং সিস্টেম আনছে। ৬৪ বিট প্রসেসর সমর্থিত হওয়ার কারণে ব্যবহারকারীরা র‍্যামের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন।

গতিশীলভাবে চলবে অ্যাপ

অ্যান্ড্রয়েড সব সময় চেষ্টা করে নতুন সংস্করণটি আগের সংস্করণ থেকে গতিশীল করার জন্য। অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমেও তাই করা হয়েছে। আগের সংস্করণের তুলনায় অ্যাপ অনেক গতিশীলভাবে চলবে এতে। এছাড়া ডালভিক রান টাইমের পরিবর্তে অ্যান্ড্রয়েড রান টাইম ব্যবহার করা হচ্ছে।

উন্নত গ্রাফিক্স

স্মার্টফোনে গেইম ভক্তদের জন্য অ্যান্ড্রয়েড এল সংস্করণটিতে গ্রাফিক্সের বেশ উন্নতি সাধন করা হয়েছে। নতুন সংস্করণটিতে চেষ্টা করা হয়েছে কম্পিউটারের মতো উন্নত গ্রাফিক্স ব্যবহার করার। গ্রাফিক্সের উন্নতির ফলে কোন গেইমস ল্যাগ করবে না। আরও গতিময়ভাবে খেলা যাবে গেইম। পাশাপাশি ভালোমানের ভিডিও, কনটেন্ট আরও সুন্দরভাবে প্রদর্শিত হবে। মেইলবক্সে পেপার ডিজাইন আর অ্যাপ আইকনগুলোর ফ্লোটিং ডিজাইন আপনাকে আরো বেশি মুগ্ধ করবে।

ব্যাটারি লাইফের উন্নতি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা সব সময় অভিযোগ করেন এতে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। তাই অ্যান্ড্রয়েড এল-এ ব্যাটারির লাইফের উন্নতি করা হয়েছে। প্রতিটি অ্যাপ্লিকেশন বিশেষভাবে অপটিমাইজ করা হয়েছে, যাতে চার্জ কম ফুরায়।

নিরাপত্তা জোরদার

যেকোনও ডিভাইসের জন্য নিরাপত্তা একটি বড় বিষয়। তাই অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। গুগল প্লে স্টোরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া এসএসএল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ডেটা যাতে হ্যাকিংয়ের শিকার না হয় সেজন্য আগের সংস্করণের বেশ কিছু নিরাপত্তা ত্রুটিও দূর করা হয়েছে।

তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া

This post was last modified on জুলাই ৯, ২০১৪ 10:25 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে

নদীমাতৃক বাংলাদেশের অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৯ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

কোন কাজ নিয়মিত করলে লিভারের রোগে আক্রান্ত হতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবন-যাপনে কিছু নিয়ম করে চলা উচিত। কারণ নিয়ম করে না…

% দিন আগে

পাসওয়ার্ডে এই ছোট্ট পরিবর্তন আনলে কখনও হ্যাক হবে না অ্যাকাউন্ট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন হয় পাসওয়ার্ড।…

% দিন আগে

ওটিটিতে আসছে মস্কোজয়ী সিনেমা ‘আদিম’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়ে আলোচনায়…

% দিন আগে

টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর সেই স্বর্ণের পকেট ঘড়িটি রেকর্ড দাম ১৬ কোটি টাকায় বিক্রি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আটলান্টিক মহাসাগরে ডুবে ধ্বংস হয়ে যাওয়া ঐতিহাসিক টাইটানিক জাহাজ ট্রাজেডির…

% দিন আগে