দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বিশ্বকাপে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন, ব্রাজিলসহ সারাবিশ্ব যখন নেইমারের ইনজুরি নিয়ে চিন্তিত ঠিক সে সময় ভারতে গুজব উঠেছে নেইমার চিকিৎসা নিতে আসছেন ভারতে এবং তার চিকিৎসা করবে ভারতের কেরালা রাজ্যের নাম করা আয়ুর্বেদ চিকিৎসক!
যুগ যুগ ধরে ভারতীয়রা নিজেদের হাসির পাত্র বানিয়ে গেছেন, এবার বিশ্ব ফুটবলের দামি তারকা নেইমারের চিকিৎসা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের কেরালা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেখানে বিভিন্ন পত্রিকায় গুজব উঠেছে নেইমার ভারতে আসছেন কেবল ভারতীয় এক আয়ুর্বেদ চিকিৎসকের চিকিৎসা নিতে! বিষয়টি যতটানা হাস্যকর তার থেকে বেশি গুজব।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কেরালায় গুজব উঠেছে নেইমারকে খোদ ব্রাজিলের ফুটবল ফেডারেশান ভারতের কেরালা পাঠাচ্ছে! ব্রাজিলের ফুটবল ফেডারেশান থেকে নাকি কেরালা মুখ্য মন্ত্রীর নিকট আবেদন করা হয়েছে নেইমারের আয়ুর্বেদ সুচিকিৎসা দেয়ার বিষয়টি যেন ভারতীয় প্রশাসন বিবেচনা করে!
এমন ঘটনার প্রেক্ষিতে, কেরালা প্রশাসনের কর্মকর্তা উমেন চণ্ডী বলেন, এমন কিছুই এখনো ঘটেনি। কেরালার ফুটবলপ্রেমীরা নেইমারের আয়ুর্বেদ চিকিৎসা করানোর জন্য ভারত সরকারকে ব্রাজিলে প্রস্তাব পাঠানোর আবেদন জানান।
এদিকে কেরালা মুখ্যমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী ভিএস সিভাকুমারের সঙ্গে কথা বলেছি। তিনি এখানকার শীর্ষ আয়ুর্বেদ কলেজের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। তারা এরইমধ্যে ইন্টারনেটের মাধ্যমে নেইমারের চিকিৎসার সব কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। এটি কেবলমাত্র আমাদের একপক্ষীয় প্রস্তাব। ব্রাজিল সরকার নেইমারকে ভারতে পাঠাবে কিনা তা তাদের বিষয়।
কেরালা প্রশাসনের পক্ষ থেকে মিডিয়াকে বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা না দিতে অনুরধ করা হয়েছে। ঘটনা যাই হোক বিষয়টি এখন অনেকটা মানুষের হাসির খোরাক হিসেবে বিবেচিত হচ্ছে।
This post was last modified on জুলাই ১০, ২০১৪ 1:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…