ফাইনালে নেইমার আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছেনঃ মেসির হাতেই কাপ মানায়!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এই বিশ্বকাপের শুরু থেকে নেইমারের স্বপ্ন ছিল ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলবে। কিন্তু সেই স্বপ্ন অধরা করে আর্জেন্টিনা ঠিকই ফাইনালে উঠে গিয়েছে আর ব্রাজিল ছিটকে পড়েছে সেমিফাইনাল থেকে। কিন্তু তারপরও নেইমার মনে প্রাণে চান আর্জেন্টিনা ফাইনালে জিতুক।


নিজের সুস্থতার পর প্রথম সংবাদ সম্মেলনে নেইমার এই আশাবাদ ব্যক্ত করেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘সব সময়ই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চেয়েছি, কিন্তু তা হয়নি। দলটিতে আমার দুই ক্লাব সতীর্থ মেসি ও মাচেরানো রয়েছে। আশা করি, তারা জিতবে।’ এবারের বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে হচ্ছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, বিপক্ষে রয়েছে নেদারল্যান্ড। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এই নেদারল্যান্ডের কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল। প্রিয় বন্ধু মেসির শুভকামনা করে নেইমার আরও বলেন, ‘মেসির ইতিহাস গড়াটা জরুরি। কারণ বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপাই সে জিতেছে। ও চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। যদি সত্যি তা হতে পারে, তাতে ভীষণ খুশি হব। মেসি আমার বন্ধু, সতীর্থ। ওর প্রতি শুভকামনা।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি ম্যাচে বড় ধরনের চোট কেড়ে নিয়েছে নেইমারের বিশ্বকাপ-স্বপ্ন। যার কারণে এ দুর্দাশা, সেই কলম্বীয় ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগা সম্পর্কে জিজ্ঞেস করলে সাংবাদিকদের তিনি বলেন,‘বলব না সে আমাকে আঘাত করতে ছুটে এসেছিল। জানি না তার মাথায় তখন কী কাজ করেছিল। তবে ফুটবল যাঁরা বোঝেন, তাঁরা নিশ্চয় দেখেছেন সেটি কোনো স্বাভাবিক ট্যাকল ছিল না। তবে সংবাদ সম্মেলনে নেইমার বলেন তার কোনো ক্ষোভ নেই জুনিগার ওপর। বলেন, ‘আমি তাকে ক্ষমা করেছি। তার ওপর কোনো রাগ নেই। পরদিন সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। সে বলেছিল, ইচ্ছা করে আমাকে আঘাত করেনি।’ বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচেই গেছেন নেইমার। নেইমার তার ফ্যাকচারের কথা বলতে গিয়ে জানান, অল্পের জন্য হুইলচেয়ার ধরতে হয়নি তাঁকে।

তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া

This post was last modified on জুলাই ১১, ২০১৪ 4:08 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে