ঈদে উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বাড়ছে বিভিন্ন অপরাধ চক্রের অপতৎপরতা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঈদের এই সময়টায় অপরাধী চক্রের তৎপরতা বেশ বেড়ে যায়। ইতোমধ্যে ঈদকে সামনে রেখে বহু অপরাধী চক্র নতুনভাবে নানা কৌশলে তৎপর হয়েছে। প্রতারক, ছিনতাইকারী, অজ্ঞানপার্টি ঘরে-বাইরে লুটে নিচ্ছে সাধারণ মানুষের মূল্যবান সম্পদ। কখনো গৃহপরিচারিকা (বুয়া), কখনো সহযাত্রী, কখনো হকার, কখনোবা ছিনতাইকারী বেশে তারা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের অর্থসম্পদ।


এছাড়াও তৎপরতা বেড়েছে জালনোট চক্র ও পরিবহন চাঁদাবাজদেরও। প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে মূল্যবান জিনিসপত্র হারাচ্ছে সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে সম্পদের সাথে প্রাণও হারাতে হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, অজ্ঞানপার্টিও দৌরাত্ম্য বেশি এমন এলাকাগুলোর মধ্যে আশুলিয়া, সাভার, কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, গাবতলী, মহাখালী, আরিচা, পোস্তগোলা, মগবাজার, শ্যামলী, অন্যতম। এমনকি গৃহপরিচারিকা বেশে এই পার্টির সদস্যরা বাসায় কাজ নিয়ে সুযোগ বুঝে সবাইকে অজ্ঞান করে হাতিয়ে নিচ্ছে মূল্যবান সম্পদ। সাম্প্রতিক এই মাসের ৩ তারিখে রাজধানীর ওয়ারীতে এরকমই এক ছদ্দবেশী গৃহপরিচারিকা কবলে পড়ে ৬ লাখ টাকার সম্পদ হারাতে হয়েছে বাসার মালিককে।
ছিনতাইকারীরা বিভিন্ন ব্যাংক, জুয়েলারীর সামনে দাঁড়িয়ে গ্রাহক এবং ক্রেতাদের লক্ষ্য করেন। সেখান থেকে টার্গেট করে পিছু নেন তারপর সুযোগ বুঝে হাতিয়ে নেয় সাধারণ মানুষের অর্থ ও সম্পদ।

অপরদিকে জালনোটের কারবারিরা যেন সারা বছর অপেক্ষায় থাকে ঈদের জন্য। ঈদকে সামনে রেখে কোটি কোটি টাকার জালনোট নিয়ে মাঠে সংঘবদ্ধ থাকে জালনোটচক্ররা। পুলিশ ও গোয়েন্দাদের জালে ধরা পড়লেও কিছু দিনের মধ্যে আাইনের ফাঁক গলে তারা জামিনে ছাড়া পেয়ে ফিরে যায় পুরনো পেশায়।

রেলওয়ে গোয়েন্দা পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আন্তঃনগর ট্রেনে সংঘবদ্ধ কয়েকটি চক্র সক্রিয় হয়েছে। ছিনতাই, পকেটমার ও টানাপার্টি নামে পরিচিত ৬টি গ্রুপে বিভক্ত এসব চক্রের সদস্য সংখ্যা ন্যূনতম ৩৮ জন। বিমানবন্দর থানা, বিমানবন্দর পুলিশ বক্স, বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি এবং বিমানবন্দর রেলের নিরাপত্তা শাখার কিছু অসাধু পুলিশ সদস্যের আশ্রয়-প্রশ্রয়ে এসব চক্র দিনের পর দিন এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এসব প্রসঙ্গে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘যে কোনো বড় ধরনের উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রিম পরিকল্পনা গ্রহণ করে থাকে পুলিশ। এবারও তাই নেয়া হয়েছে। উৎসব কেন্দ্রিক যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে সেইসব বিষয়কে বিবেচনায় রেখেই সাজানো হয়েছে আইনশৃঙ্খলা কার্যক্রম।’

Related Post

This post was last modified on জুলাই ১৩, ২০১৪ 3:54 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে