দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্য প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে ব্রিটেনে যেতে আগ্রহীদের ভিসা সম্পর্কিত সকল কার্যক্রম আর ঢাকা থেকে পরিচালিত হবেনা। ব্রিটিশ এমব্যাসি সূত্রে জানা গেছে ঢাকার পরিবর্তে এই ভিসা কার্যক্রম সম্পন্ন হবে নয়া দিল্লিতে। আগামী সেপ্টেম্বর থেকে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসার আবেদনের প্রসেস সম্পন্ন করা হবে না। বাংলাদেশ থেকে ব্রিটেনে ভিসা আবেদনকারীদের সব ডকুমেন্ট যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হবে নয়াদিল্লিতে। আর আবেদনকারী ব্যক্তির ভিসা সংক্রান্ত সব সিদ্ধান্ত গৃহিত হবে দিল্লিতেই।
ধারনা করা হচ্ছে ভিসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে খরচ কমাতেই ব্রিটেনের এই উদ্যোগ, ইতোমধ্যে বাংলাদেসের ঢাকা এবং সিলেট এমব্যাসি থেকে ৩৯ জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি হতে ছাঁটাই করা হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের তথ্য অফিসার নারায়ন চক্রবর্তীর সাথে আলাপকালে তিনি জনবল ছাঁটাইয়ের কথা স্বীকার করেন। তবে হাইকমিশন স্থানান্তর প্রসঙ্গে তিনি সু-স্পষ্ট কিছু বলেন নি। তিনি বলেন, আমরা নিজেরাও সঙ্কিত ভিসা সম্পর্কিত কাজ কত সময় নিয়ে হবে তা ভেবে। তবে যখন যা গতি হবে তা আমাদের মেনে নিতে হবে। পাসপোর্ট ব্যতিরেকে বাকি সব কাগজ যাচাই-বাছাইয়ের জন্য কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে দিল্লিতে। সব সিদ্ধান্ত নেয়া হবে ব্রিটিশ হাইকমিশন দিল্লিতে থেকে।
উল্লেখ্য, ব্রিটিশ হাইকমিশন ঢাকায় কার্যক্রম শুরু করে ১৯৯১ সালে। তারপর থেকে কমিশন, সাধারণের গ্রহণযোগ্য সার্ভিস অত্যন্ত দক্ষতার সাথে প্রদান করেছেন। তবে সেপ্টেম্বর থেকে এই সার্ভিস আর বাংলাদেশীরা নিজ দেশে পাবেন না, তাদের তাকিয়ে থাকতে হবে দিল্লীর গ্রিন সিগন্যালের দিকে।
This post was last modified on জুলাই ২১, ২০১৪ 2:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…