দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চিনির দাম নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতি। অথচ এই চিনি যখন সিণ্ডিকেট করে ৮০ টাকা কেজি দামে বিক্রি করেছে তখন ডিলার ব্যবসায়ী সমিতি কোথায় ছিল?
গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এ দাবি জানান। তিনি বলেন, “সারাদেশে ৪৫ হাজার ডিলার চিনি নিয়ে উভয় সংকটে পড়েছেন। ডিলারদের জন্য সরকার নির্ধারিত প্রতি কেজি চিনির দাম বাজারের চেয়ে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেশি থাকে। সরকার অন্যদেরও এ দামে চিনি কেনার সুযোগ দিয়েছে।”
‘‘এ কারণে চিনি তুলছেন না ডিলাররা। আবার না তুললেও ডিলারদের জামানত থেকে ২০০ টাকা কেটে রাখা হচ্ছে। এ অবস্থায় ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অনেকেই। এছাড়া পণ্যটির দাম কমতে থাকায় অস্বস্তিতে আছেন বেসরকারি মিল মালিকরাও।’’
তিনি বলেন, “সরকারের চিনির ব্যাপারে আত্মঘাতী সিদ্ধান্তে আমরা উভয় সংকটে পড়েছি। চিনি উত্তোলনের পর টনে ৫ হাজার টাকা পর্যন্ত গচ্চা দিতে হচ্ছে। আবার না তুললে জামানত থেকে টনপ্রতি ২০০ টাকা কেটে নেওয়া হচ্ছে।”
ডিলাররা জানান, গত জুলাইয়ে সরকার যখন প্রতি কেজি চিনির দাম ৬০ টাকা নির্ধারণ করে দেয়, বেসরকারি মিল মালিকরা সে সময় ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করতে থাকেন। সরকারি-বেসরকারি পর্যায়ে দামের এ ব্যবধানের কারণে তখনো লোকসান দিতে হয় ডিলারদের।
মোস্তফা বলেন, “৮৫০ ডলারে চিনি আমদানি করে ৫০০ ডলারে বিক্রি করতে হচ্ছে। কেজি প্রতি চিনি কেনা ছিল সর্বনিম্ন ৫২ আর সর্বোচ্চ ৫৭ টাকায়। সেই চিনি এখন ৪৬-৪৮ টাকায় বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় দেশের বেসরকারি ছয়টি মিল হাজার কোটি টাকার বেশি লোকসানে রয়েছে। শুধু বেসরকারি ডিলারদেরই লোকসান হয়নি। সরকারি দুটি সংস্থাও ৪০০ কোটি টাকার মতো লোকসান দিয়েছে।”
বাংলাদেশ চিনি ডিলার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “গত জুলাইয়ে সরকার চিনির কেজি ৬০ টাকা নির্ধারণ করে দেয়। তখন আমরা প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা নির্ধারণের দাবি তুললেও সরকার তা মানেনি। সেই চিনি এখন ৪১ টাকা কেজি দরে বিক্রির ঘোষণা দিয়েছে সরকার।” চিনি শিল্পকে বেসরকারি খাতে তুলে দেওয়ার জন্য একটি মহল যড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের দেখা যায় ঘাড়ের কাছে কালচে দাগ। আবার চামড়া কুঁচকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শৈলাট উচ্চ বিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং সম্প্রতি সুপারফাস্ট কানেক্টিভিটি এবং শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর গত শুক্রবার (২৫ এপ্রিল) একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ব্যতিক্রমি নিলাম! ১০০ টন জীবন্ত এক কুমির নিলামের দর…