কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ে রূপা জিতল বাংলাদেশ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কমনওয়েলথ গেমসে ১০ মিটার শ্যুটিংয়ে পুরুষদের ইভেন্টে রূপা জিতেছেন বাংলাদেশের ছেলে আব্দুল্লাহেল বাকী। শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত এই ইভেন্টে ২০২.১ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক জেতেন তিনি।


১০ মিটার শ্যুটিংয়ে পুরুষদের ইভেন্টে ভারতের অভিনব বিন্দ্রা ২০৫.৩ পয়েন্ট পেয়ে গোল্ড মেডেল জিতেছেন, তবে বাংলাদেশের সামনে গোল্ড মেডের জেতার সম্ভাবনা জাগিয়েও আব্দুল্লাহেল বাকী শেষ শ্যুট সুবিধা করতে পারেন নি। এদিকে একই ইভেন্টে ব্রঞ্জ পদক জিতেছেন ইংল্যান্ডের ড্যানিয়েল রিভার্স। তিনি পেয়েছেন ১৮২.৪ পয়েন্ট।

শ্যুটিং শুরু থেকেই বাকি অবশ্য সেভাবে নিজেকে তুলে ধরতে পারছিলেন না, তবে দশম রাউন্ড থেকেই বাংলাদেশের বাকি এক লাফে ৭তম স্থানে উঠে আসেন। তবে ১২ রাউন্ড পর্যন্ত ভারতের রাভি কুমার এবং বিন্দ্রা মিলেই ১,২ অবস্থান ধরে রাখেন। শেষ দিকে রাভি কুমার হাল ছেড়ে দিতে বাধ্য হন বাংলাদেশের বাকির কাছে। ১৫ তম রাউন্ডেই আব্দুল্লাহেল বাকী উঠে আসেন দ্বিতীয় স্থানে। এই অবস্থানে বাকি এবং বিন্দ্রা উভয়ের হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত অবশ্য বিন্দ্রার কাছে বাকিকে পরাজিত হতে হয়। কিন্তু গাজীপুরের ২৪ বছর বয়সী আব্দুল্লাহেল বাকীর হাত ধরে সাফল্যের পরশ পেল বাংলাদেশ। ১০ মিটার শ্যুটিংয়ে পুরুষদের ইভেন্টে রূপা জয় করে বাংলাদেশের পদকশূন্যতা কাটালেন তিনি।

উল্লেখ্য, গ্লাসগোয় চলমান এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৩০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। মোট দশটি ইভেন্টে অংশ নেবেন বাংলাদেশি অ্যাথলেটরা। তবে ২০তম কমনওয়েলথ গেমস আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। সাইক্লিং, সাঁতার, টেবিল টেনিস ও ভারোত্তলনে হতাশাজনক পারফরম্যান্সের পর রৌপ্য জয়ে কিছুটা আশা দেখলো বাংলাদেশ।

Related Post

This post was last modified on জুলাই ২৬, ২০১৪ 10:35 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% দিন আগে

জার্মানি এবার ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি। তথ্য…

% দিন আগে

গবেষণায় নতুন তথ্য: ভূমিকম্পের পূর্বাভাস দেবে মেশিন লার্নিং প্রযুক্তি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন ভূমিকম্পের পূর্বাভাস জানার…

% দিন আগে

অভিনেত্রী মম’র কণ্ঠে এবার রবীন্দ্রসংগীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পেয়েছেন জাকিয়া বারী মম। অপরদিকে নিজের মতামতের…

% দিন আগে

পিঠের সিলিন্ডারে তেঁতুলপানি আর হাতে পাইপ! অভিনব কায়দায় ফুচকা খাওয়াচ্ছেন এক তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যাচ্ছে হলঘরের ভিতর হাতে ট্রে নিয়ে ঘুরছেন জনৈক তরুণ।…

% দিন আগে

শেরপুরের ঐতিহাসিক মাইসাহেবা জামে মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৫ আশ্বিন ১৪৩১…

% দিন আগে