দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন একজন পুরুষ হিসেবে জীবন কাটালেও বয়স যখন ৪৪ তখন কিনা জানতে পারলেন তিনি আসলে একজন নারী! অবাক হচ্ছেন? হ্যাঁ এমন বিরল ঘটনাই ঘটেছে চেন নামের এক পুরুষের ক্ষেত্রে।
চেন চীনা নাগরিক, কিছুদিন আগেই সুন্দরী এক নারীকে বিয়ে করেছেন চেন। সম্প্রতি পেটে প্রচণ্ড ব্যথা আর প্রসাবের সঙ্গে রক্ত পড়া শুরু হয় তার। সমস্যাটি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। ডাক্তার তাঁকে তার সমস্যা এবং নানান পরীক্ষা শেষে জানিয়ে দেন চেন আসলে একজন নারী!
চেন এর বিষয়ে তার ডাক্তার জানান, চেনের ব্যথাটা আসলে পেটের কোনো সমস্যা নয়। বরং ঋতুস্রাবের কারণে তার তলপেটে ব্যথা অনুভূত হচ্ছে!! একই কারণে তার মূত্রের সঙ্গেও রক্ত যাচ্ছে। তিনি জানান, চেনের ডিম্বাশয়ের পাশাপাশি জরায়ুও আছে। অর্থাৎ সন্তান ধারণের জন্য যেসব জননাঙ্গ থাকা দরকার সবই তার আছে।
তবে ডাক্তার জানিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি চেন কিন্তু শুরু থেকে নারী ছিলেন না তিনি হঠাত নারীতে রূপান্তরিত হয়েছেন, এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই হয়েছে।
এদিকে চেন এর ঘরে বউ রয়েছে, চেন নিজেও এই ঘটনায় হতাশ। চেন এখনো মেনে নিতে পারছেন না এই ঘটনা তার জীবনে কিভাবে ঘটল, তবে চেন এর সকল ক্রোমোজোম পরীক্ষার রিপোর্ট চিনের বিখ্যাত সব ডাক্তাররা পর্যালোচনা করে দেখছেন।
সূত্র- ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
This post was last modified on আগস্ট ৩, ২০১৪ 10:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৯ ফাল্গুন ১৪৩১…