Categories: অ্যাপস

ভাষা শেখার জন্য তিনটি কার্যকরী অ্যাপস সম্পর্কে জেনে নিন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আপনি যদি দেশের বাইরে ভ্রমন করেন, কিংবা ইমিগ্রেশন নিয়ে দেশের বাইরে চলে যান অথবা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হন তবে আপনার প্রথমেই যে জিনিসটির প্রয়োজন হবে তা হলে সে দেশের ভাষা জানা। তাই আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য এমন তিনটি অ্যাপস তুলে ধরবো যা দিয়ে আপনি বিভিন্ন দেশের ভাষা সম্পর্কে জানতে পারবেন।


একটি দেশের ভাষা জানা মানে হলো আপনি সেই দেশের মানুষদেরকে জানতে পারা, তাদের সংস্কৃতির একটি বড় অংশ জানা। তাছাড়া আপনি একটি দেশে ঘুরতে গেলে তাদের স্থানীয় খাবারগুলো সম্পর্কে জানতে আগ্রহী হবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের অধিবাসীদের ভাষা সম্পর্কে জানতে হবে। অন্য দেশের ভাষা জানার ক্ষেত্রে আমরা আমাদের স্মৃতিভ্রংশতার জন্য অনেক শব্দই ভুলে যাই। এই ভুলে যাওয়া প্রতিহত করার জন্য আপনার চাই এমন একটি মাধ্যম যেখানে আপনি সার্বক্ষনিক আপনার পছন্দের দেশের ভাষা সম্পর্কে জানতে পারেন। বর্তমান প্রযুক্তির যুগে আমাদের নিত্য সময়ের সঙ্গী হলো স্মার্টফোন। তাই ভাষা শেখার ক্ষেত্রেও আপনি একটি ভালো মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন এই স্মার্টফোন। অ্যান্ড্রয়েড, আইওএস এ আপনি পাবেন ভাষা শেখার জন্য এমন হাজারো অ্যাপস। তার মধ্য থেকে তিনটি অ্যাপসের কথা তুলে ধরা হলো।

১. মেমোরাইজ

ভাষা শেখার জন্য স্মার্টফোনের কিছু ভালো অ্যাপসের মধ্যে একটি হলো মেমোরাইজ। মেমোরাইজে আপনি ভাষা শিখতে পারবেন একটি কোর্সের ভিত্তিতে। এখানে এক একটি কোর্স বিভিন্ন লেভেলের হয়ে থাকে। এটি আপনাকে ভাষা শেখার দক্ষতায় অনেক বেশি ধারালো করে তুলবে। মেমোরাইজের লেভেলগুলো এক একটি ফ্ল্যাশ কার্ডের মতো। যেখানে এক একটি শব্দ তার অর্থসহ প্রদর্শিত হয়ে থাকে। এতে করে একজন ব্যক্তির তা মনে রাখতে সহজ হয়। এই কোর্সগুলোকে আরো বেশি আকর্ষণীয় করতে এক একটি ফ্ল্যাশ কার্ডের সাথে যুক্ত করা হয়েছে চলচ্চিত্র, কমিক্স এবং গান। প্রায় সবগুলো প্লাটফর্মেই পাওয়া যাচ্ছে এই মেমোরাইজ। মেমোরাইজ ডাউনলোড করতে প্রবেশ করুন www.memrise.com

Related Post

২. ডিউলিঙ্গো

ডিউলিঙ্গো ভাষা শেখাকে একটি খেলায় পরিণত করেছে। এখানে ভাষা শিক্ষাটা একেকটি লেভেলের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এখানে ভাষা শেখার তিনটি লেভেল রয়েছে। লেভেলগুলো হলো বেসিক, ইন্টারমিডিয়েট এবং হাই। একেকটি লেভেলে ২০টি করে রাঊন্ড আছে। একেকটি রাউন্ডে রয়েছে শব্দ, বাক্য অনুবাদ, শব্দের উচ্চারণ, প্রবাদ-প্রবচন ইত্যাদি। এখানে আপনি শেখার ক্ষেত্রে একটি প্রাকৃতিক নিয়ম পাবেন। যা আপনাকে শেখার ক্ষেত্রে কোন ধরনের বৈরীভাব কিংবা একঘেয়েমি সৃষ্টি করবে না। স্মার্টফোনের প্রায় সবগুলো প্লাটফর্মেই পাওয়া যাচ্ছে এই অ্যাপসটি। ডিউলিঙ্গো ডাউনলোড করতে প্রবেশ করুন www.duolingo.com

৩. হ্যালোটক

হ্যালোটক এমন একটি ভাষা শেখার অ্যাপস যেখানে আপনি ভাষাগত দক্ষতা অর্জনের সাথে সাথে আপনার পছন্দনীয় ভাষার ব্যাকরণগত দক্ষতা অর্জন করতে পারবেন। এখানে আরো একটি বৈচিত্র্যপূর্ণ ফিচার রয়েছে আর তা হলো হ্যালোটক মেসেঞ্জার। এর মাধ্যমে আপনি আপনার পছন্দনীয় ভাষার অধিবাসীর সাথে ভয়েস চ্যাট কিংবা মেসেজিং করতে পারবেন। এর ফলে আপনার ভাষা শিক্ষাটা হবে আরো বেশি জোরালো। উচ্চারণগত ত্রুটি থেকেও আপনি পাবেন মুক্তি। হ্যালোটক পাওয়া যাচ্ছে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মে। হ্যালোটক ডাউনলোড করতে প্রবেশ করুন www.hellotalk.com

তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া

This post was last modified on আগস্ট ৫, ২০১৪ 11:27 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

আজ মহান মে দিবস: শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ১লা মে, মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের…

% দিন আগে

নদীমাতৃক বাংলাদেশের এক চিরাচরিত দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৮ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

অফিসে এসি না থাকলে গরমে সারাদিন পরিশ্রম করে সুস্থ থাকবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক অফিসেই এসির ব্যবস্থা থাকে না। এসি না থাকলেও কাজ…

% দিন আগে

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা: এক মহা দুর্যোগের শিকার এশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বিশ্বের জলবায়ুর সঙ্গে তুলনা করলে প্রথমেই উঠে আসে এশিয়ার…

% দিন আগে

এনার্জিপ্যাকের সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও…

% দিন আগে

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে