দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের জিয়ানজাও শহরের মিস্টার মা নামের এক ব্যক্তির ডান পায়ের সাথে তার বাম পাটি যুক্ত করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক একটি দুর্ঘটনার কারণে তার বাম পাটি কেটে ফেলতে হয়েছে। কিন্তু ডাক্তাররা তার বাম পাটিকে জীবন্ত রাখার জন্য ডান পায়ের সাথে যুক্ত করে দিয়েছেন।
মিস্টার মায়ের এই মারাত্মক অপারেশনটি করা ডাক্তার বলেন, আমরা চাচ্ছি তার বাম পাটিকে পুনঃস্থাপন করতে। কিন্তু এটিকে ফেলে রাখলে তা পরবর্তীতে আর কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। তাই এখন তার ডান পায়ের সাথে এটি যুক্ত করে দেওয়া হয়েছে। মিসটার মায়ের এখন একই সাথে দুটি ডান পা। এই অপারেশনটি করা সার্জন ডান পায়ের আর্টারি এবং ধমনীর সাথে বাম পায়ের আর্টারী এবং ধমনী যুক্ত করে দিয়েছেন। এই প্রক্রিয়ার ফলে দুটি পা একটি অঙ্গ হিসেবে কাজ করবে। এছাড়া এতে করে বাম পাটি অসুস্থতা থেকে সেরে উঠবে। মিস্টার মা একটি ভারী শিল্প কারখানায় কাজ করতেন। সেখানে একটি দুর্ঘটনায় তার বাম পাটি কেটে যায়। ডাক্তাররা তার পাটি কেটে ফেলে কিন্তু রোগীটি জানায়, সে আবার পুর্বের মতো হাটতে চায়। তখন ডাক্তাররা একটি গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক অপারেশনের সিদ্ধান্ত নেয়।
ডাক্তার আরো জানান, আমরা মাইক্রোস্কপিক প্রযুক্তির সাহায্য নিয়েছি এই অপারেশনটির জন্য, এতে করে পায়ের পৃষ্ঠটি স্থিতিশীল অবস্থায় আসবে এবং এর কোষগুলো জীবন্ত থাকবে।
ডাক্তাররা বলছেন, মিস্টার মায়ের এই বাম পাটি ডান পায়ের সাথে পুরোপুরি লেগে যেতে সময় লাগবে প্রায় ২০ দিন। এদিকে বাম পায়ের কেটে ফেলা অংশটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তখন তারা ডান পা থেকে বাম পাটি কেটে এনে আবার বাম পায়ে পুনঃস্থাপন করবেন। পুরো অপারেশনটি সম্পন্ন হওয়ার পর মিস্টার মা আবার আগের মতো হাটতে পারবেন। এতে সময় লাগবে কয়েক মাস।
তথ্যসূত্রঃ ডেইলিমেইল
This post was last modified on জুন ২০, ২০২২ 4:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…