Categories: বিনোদন

অগ্নিকন্যা মাহির সফল মিশন: ঝড় তুলতে আসছে ‘অগ্নি ২’

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অগ্নিকন্যা মাহিয়া মাহির এবারে মিশন সফল হয়েছে। ‘অগ্নি’র ব্যাপক সফলতার পর ‘অগ্নি ২’ আসছে ঝড় তুলতে।

পরিচালক ইফতেখার চৌধুরী তার ‘অগ্নি’র ব্যবসায়িক সাফল্যে এবার এর সিকুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। ‘অগ্নি ২’ -এর কেন্দ্রীয় চরিত্রেও থাকছেন বর্তমান প্রজন্মের এক অগ্নিকন্যা মাহিয়া মাহি। তবে প্রথম সিনেমার নায়ক আরেফিন শুভকে এবার দেখা যাবে না। নতুন কোনো নায়ক কাষ্ট করবেন ‘অগ্নি ২’ তে এমনটিই জানিয়েছেন ছবির পরিচালক।

Related Post

পরিচালক ইফতেখার চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, এবার মাহির বিপরীতে নতুন এক নায়ককে দেখতে পাবেন। তবে কে সেই নায়ক হবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি।

তিনি আরও জানান, প্রথম সিনেমার কাহিনী যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অগ্নি-২’ এর গল্প। ‘অগ্নি’র শেষ দৃশ্যে ড্রাগন এবং তানিশার ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন সত্যি হলো কি না, তা জানা যাবে ‘অগ্নি-২’ তে। তবে ‘তানিশা’ চরিত্রে মাহিয়া মাহিকে এবার আরও অনেক বেশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে- এমনটিই জানিয়েছেন ইফতেখার চৌধুরী।

ইফতেখার চৌধুরী বলেন, ‘‘অগ্নি ২’ সিনেমাটি মৌলিক সিনেমা হবে। এতে বিদেশী সিনেমার কাহিনী, গল্প বা অ্যাকশন দৃশ্য যেনো না থাকে সে ব্যাপারে আমি খুব সতর্ক থাকবো।’ ইফতেখার চৌধুরী বলেন, ‘আমি গ্যারান্টি দিতে পারি দর্শকরা এতে কোনো কিছুই নকল পাবে না। বাবু এই সময়ের এক সেরা চিত্রনাট্যকারদের মধ্যে একজন। তাকে বলে, কোনো নকল যেনো না হয়।’ ‘অগ্নি-২’র চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু।

ইফতেখার আরও জানান, ‘অগ্নি-২’ ছবিটির শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে। ‘অগ্নি-২’ এর খলচরিত্রে থাকবেন তারিক আনাম। তবে বাকি চরিত্রগুলো এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বর্তমান প্রজন্মের এই পরিচালক ইফতেখার চৌধুরী।

উল্লেখ্য, ইফতেখার চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘খোঁজ দ্য সার্চ’ মুক্তি পায় ২০১০ সালে। তিনি আরও পরিচালনা করেছেন, ‘দেহরক্ষী’ ও ‘রাজত্ব’। ছবিগুলো বেশ ব্যবসা সফল হয়েছে।

This post was last modified on আগস্ট ৮, ২০১৪ 3:54 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে

সিলেটের মালিনিছড়া চা বাগানের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে