দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কম্পিউটার চিপের মাধ্যমে এবার গর্ভনিরোধ করা হবে। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই একটি চিপ তৈরির কথা জানাচ্ছে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। গত মঙ্গলবার বিবিসিতে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
নতুন এই কম্পিউটার নিয়ন্ত্রিত চিপটি একজন নারীর শরীরে ত্বকে স্থাপন করা হয়েছে। বর্তমানে একটি পরিক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে, এই চিপ থেকে এখন লেভেনরজেস্ট্রেল হরমোন নিঃসরণ হচ্ছে। এভাবে তার শরীরে প্রায় ১৬ বছর পর্যন্ত এই গর্ভনিরোধক হরমোনটি নিঃসরিত হবে। তবে দুরনিয়ন্ত্রিত একটি যন্ত্রের সাহায্যে এই হরমোন নিঃসরণকে বন্ধ করা যাবে। গবেষকরা বলছেন অদূর ভবিষ্যতে এই চিপটি যুক্ত থাকবে একটি কেন্দ্রীয় স্বাস্থ্য ডাটাবেজের সাথে যেখান থেকে একটি নির্দিষ্ট সময়ে কারো হরমোন বন্ধ রাখা হবে আবার কারো হরমোন চালু রাখা হবে। মাইক্রোসফটের কর্নধার বিল গেইটস এই প্রকল্পের অন্যতম পৃষ্ঠপোষক। আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এই চিপটি সরবরাহ করা হবে পরীক্ষামূলক প্রয়োগের জন্য। আর ২০১৮ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে এবং বাজারজাতকরণ শুরু হবে।
গবেষকরা বলছেন, চিপটির ভেতরে একটি ১.৫ সেন্টিমিটার আয়তনের ক্ষুদ্র ন্যানোইঞ্জিন রয়েছে। এই ন্যানোইঞ্জিনটি গর্ভনিরোধের জন্য ক্রমাগত লেভেনরজেস্ট্রেল নির্গমন নিয়ন্ত্রণ করে। আসলে এর ভেতরেই হরমোনটি থাকে সামান্য ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এর থেকে ৩০ মাইক্রোগ্রাম পরিমাণ হরমোন শরীরে ছড়িয়ে পড়ে। গবেষকরা বলছেন, চিপটি চালু রাখা ও বন্ধ রাখার বিষয়টি ব্যক্তির উপর নির্ভর করবে। এই ছোট ন্যানোইঞ্জিনটির অর্থাৎ এই চিপটির দাম যেন মানুষের নাগালের মধ্যে রাখা যায় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা।
তথ্যসূত্রঃ বিবিসি
This post was last modified on আগস্ট ১২, ২০১৪ 2:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…