দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল তুলে দেন। গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ।
পরে দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দফতরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। এবার সারাদেশ মিলে গড় পাশের হার ৭৮.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার।
ঢাকা শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৮৪.৫৪ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৭৮.৫৫ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৭০.১৪ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৭৯.১৬ শতাংশ এবং বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার ৭১.৭৫ শতাংশ।
মাদ্রাসা বোর্ডের পাসের হার ৯৪.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৫ জন। কারিগরি বোর্ডের পাসের হার ৮৫.০২ শতাংশ।
বেলা ১টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন বলে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানান। প্রতিবারের মতো এবারও ভিডিও কনফারেন্সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০১৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ৩ এপ্রিল শুরু হয়ে চলে ৫ জুন পর্যন্ত। অপরদিকে ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে শুরু হয়ে শেষ হয় ১৬ জুন। সারাদেশে ৮টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডর অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী।
এবার বাংলা প্রথম পত্র, পৌরনীতি, রসায়ন, ব্যবসায় নীতি ও প্রয়োগ, ইতিহাস, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা প্রথমপত্র ও দ্বিতীয় পত্রসহ মোট ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
This post was last modified on আগস্ট ১৩, ২০১৪ 2:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…