দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় ৮টি সাধারণ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফল তুলে দেবেন।
আগেই ঘোষণা করা হয়েছে আজ ২০১৪ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফল আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও অপরদিকে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) এবং ডিআইবিএস পরীক্ষার ফলাফল বেলা দেড়টায় সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। বোর্ড প্রকাশিত ফল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ওয়েব মেইলের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েব মেইলের মাধ্যমেও প্রাপ্ত ফলাফল ডাইনলোড করে প্রকাশ করার জন্য www.educationboard.gov.bd ওয়েবসাইটের ওয়েব মেইল ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরীক্ষার স্ব স্ব কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান হতে ফল সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে। শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোন ফল পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ৩ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) এবং ডিআইবিএস পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ৮ জুন। এ বছর ১০টি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) এবং ডিআইবিএস সরাসরি পরীক্ষা ফলাফল জানতে ও মোবাইলে ফলাফলের নিয়ম জানতে ভিজিট করুন: Resultsbd.com
This post was last modified on আগস্ট ১৩, ২০১৪ 2:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…