দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে সব সময় নানান স্প্যাম এবং ভাইরাসের সমস্যা নিয়ে থাকতে হয় ব্যবহারকারীদের। ভুলে কোন স্প্যাম লিংকে ক্লিক করলেই বিপদ ঘটে, এবার নতুন এক ভাইরাস দেখা দিয়েছে যা আসে ইনবক্সে।
ফেসবুকের এই নতুন ভাইরাস আসে বন্ধুদের মাধ্যমে। বন্ধুরা ইনবক্সে আপনাকে একটি ভিডিও লিংক পাঠাবে যেখানে আপনার বিষয়ে লোভনীয় কিছু লেখা থাকবে। যা দেখে আপনি ওই লিংকে ক্লিক করবেন এবং ভাইরাস আপনার একাউন্টে প্রবেশ করে আপনাকে ভিক্টিম বানিয়ে দিবে।
মূলত এই ছড়িয়ে পড়া লিংক দিয়ে এক বন্ধু থেকে অন্য বন্ধুর কাছে এই ভাইরাস ছড়াচ্ছে এবং ফেসবুকে ইমেজ নষ্ট হচ্ছে। কি থাকে এই ভাইরাস লিংকে? ‘হেই নাউ আই ওয়াচ ইয়োর ভিডিও ফান-মেটিনটু ডটকম’ নামের একটি লিংক আপনাকে আপনার কোনো বন্ধু থেকে ম্যাসেজ আসবে। আসলে আপনার সেই বন্ধুটিও আপনার মত কোনো বন্ধুর কাছ থেকে এই লিংক পেয়ে তাতে ক্লিক করেই এমন বিপদে পড়েছে। আপনিও সেই লিংকে ক্লিক করলে এই ভাইরাসের কবলে পড়বেন। এতে ফানি বা এজাতীয় কথা থাকায় অনেকেই না বুঝে ক্লিক দিচ্ছে এবং ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
এদিকে বিশ্লেষকরা জানিয়েছেন এই ভিডিও লিংক সবার কাছ থেকে আসেনা, যারা এসব লিংকে ক্লিক দিবেন তাদের কাছ থেকে সব সময় চ্যাট হয় এমন খুব কাছের বন্ধুদের কাছেই যায় এই লিংক ফলে যেই পাঠায় খুব কাছের বন্ধু হওয়া সবাই আবার চেইন প্রক্রিয়াতে একে অপরের কাছে চলে যায় ম্যাসেজ লিংকটি।
ভাইরাসটি যেভাবে দূর করবেন জেনে নিন-
এটি একবার আপনাকে আক্রমণ করলে নিয়মিত আপনার আইডি থেকে বন্ধুদের ম্যাসেজ পাঠাতে থাকবে। আপনি এই ভাইরাস দূর করতে ব্রাউজার আনইন্সটল করতে হবেনা শুধু ব্রাউজারের কুকিজ, চেজ, টেম্পরারি ফাইল, মুছে দিলেই কাজ হবে। আর আপনি যদি এই ভাইরাস দূর করতে কুকিজ বা ব্রাউজার হিস্ট্রি ডিলিট করতে না চান তবে ট্রেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার স্ক্যান করেও এই ভাইরাস দূর করা যাবে।
This post was last modified on জানুয়ারী ২২, ২০২৪ 3:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…