দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী মাসেই আসছে মাইক্রোসফটের বহুল আকাঙ্ক্ষিত উইন্ডোজ ৯ এর প্রিভিউ ভার্শন। নতুন এই প্রিভিউ ভার্শনের কোডনেমটি উইন্ডোজ ৯ হিসেবেই থাকবে বলে মনে করা হচ্ছে। টেকব্লগ জেড ডি নেটের বরাত দিয়ে এই খবরটি প্রকাশিত হয়।
জেড ডি নেটের বরাত দিয়ে আরো জানা যায় যে, নতুন এই উইন্ডোজের ক্ষেত্রে মাইক্রোসফট বেশ কিছু পরিবর্তন আনতে পারে। তার মধ্যে অবশ্যই স্টার্টমেন্যু রয়েছে বলে মনে করেন প্রযুক্তি ব্লগাররা। মাইক্রোসফট ইতোমধ্যে উইন্ডোজ ৮.১ এর আপডেট ভার্শনে স্টার্টমেন্যু যোগ করেছে কিন্তু এটি উইন্ডোজ ৭ এর স্টার্টমেন্যুর মতো কার্যকর নয় বলে অভিযোগ রয়েছে ভোক্তাদের। উইন্ডোজ ৯ এর প্রিভিউ ভার্শনটি একেবারেই বিনামূল্যে বাজারে ছাড়া হবে। মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ৯ এর ক্ষেত্রে অ্যাপসগুলো ডেস্কটপে ব্যবহারের সুবিধা যুক্ত করা হচ্ছে। তবে প্রিভিউ ভার্শনে উইন্ডোজ ৯ এর সকল সুবিধা প্রদান করা হবে না। বিভিন্ন সময়ে এর বিভিন্ন আপডেট আসবে তা ইন্সটল করে নিতে হবে। এর আগে উইন্ডোজ ৮ বাজারে আনার আগে মাইক্রোসফট তিনটি ধাপে এর প্রিভিউ ভার্শন বাজারে ছাড়ে। প্রথমটি ছিল উইন্ডোজ ৮ ডেভেলপার প্রিভিউ, তারপর উইন্ডোজ ৮ কনজিউমার প্রিভিউ এবং সর্বশেষ উইন্ডোজ ৮ রিলিজ প্রিভিউ।
সিনেট টেক ব্লগ মনে করে উইন্ডোজ ৯ এর ক্ষেত্রে এমনটি নাও হতে পারে। কেননা গত এপ্রিল মাসের বিল্ড কনফারেন্সে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে ২০১৫ এপ্রিল মাসেই তারা উইন্ডোজ ৯ বাজারে উন্মুক্ত করবে। ফলে উইন্ডোজ ৯ এর প্রিভিউ ভার্শনটিই হবে তাদের বাজার যাচাইয়ের পণ্য।
তথ্যসূত্রঃ আইবিটাইমস
This post was last modified on আগস্ট ২১, ২০১৪ 9:36 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…