দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ল্যাপটপ বর্তমানে টেকগিকদের অতি প্রয়োজনীয় ডিভাইসের মধ্যে একটি। কিন্তু দীর্ঘদিনের ব্যবহারে এই ডিভাইসের ভেতরে জমা হওয়া ময়লার কারণে ডিভাইসটি সহজেই অকার্যকর হয়ে যেতে পারে। তাই আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরবো কিভাবে আপনার প্রয়োজনীয় ল্যাপটপটি পরিষ্কার করা যায়?
ল্যাপটপের ভেতরে জমা হওয়া ময়লার বেশিরভাগই জমা হয়ে থাকে কুলিং ফ্যান, ভেন্টিলেটর এবং হিট স্কিনে। ল্যাপটপের বডি স্ট্রাকচারটি খুব অল্প স্পেসের মধ্যে তৈরি হওয়ায় এর কুলিং ফ্যানের সামান্য অকার্যকরিতার জন্য এর ভেতরের হার্ডওয়্যার গরম হয়ে ড্যামেজ হয়ে যেতে পারে। তাছাড়া কুলিং ফ্যানের মধ্যে ময়লা জমার কারণে এটি ঘুরতে বেশি ইলেক্ট্রিসিটি ব্যবহার করতে হয়। ফলে ব্যটারির চার্জ ব্যয় হয় বেশি। তাহলে চলুন জেনে নিই কিভাবে ল্যাপটপ পরিষ্কার করবেন।
১. ল্যাপটপ খুলে ভেতরে পরিষ্কার করাঃ
ল্যাপটপের নিচে একটি প্যানেল আছে যা ল্যাপটপের উপরের বডির সাথে অনেকগুলো স্ক্রু দ্বারা যুক্ত থাকে। ল্যাপটপের সাথে থাকা ‘সার্ভিস ম্যানুয়াল’ দেখে স্ক্রু গুলো বের করে নিচের প্যানেলটি খুলে ফেলুন। এবার আপনাকে মনোযোগ দিয়ে সাবধানে কিছু কাজ করতে হবে।
১। প্রথমে স্ক্রু গুলো গুছিয়ে একটি নির্দিস্ট স্থানে রাখুন।
২। এমন একটি জায়গা বেঁছে নিন যেখানে ময়লা হলে আপনার ল্যাপটপের সমস্যা হবেনা।
৩। এবার একটি ব্লোয়ারের দিয়ে ব্লো করুন যাতে করে ল্যাপটপের ময়লাগুলো ল্যাপটপের ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যেতে পারে। তবে ব্লোয়ারের সাহায্যে ল্যাপটপের কুলার ফ্যানটিকে পরিষ্কার করার সময় বেশি দ্রুত স্পিন করাতে যাবেন না তাতে করে এটি নষ্ট হয়ে যেতে পারে।
২. ল্যাপটপ না খুলে বাইরে থেকে পরিষ্কার করাঃ
১। স্প্রে ডাস্টার কিংবা ক্যান এয়ারের মাধ্যমে ভেন্টিলেটরকে টার্গেট করে বাতাসের ব্লাস্ট দিন। এতে করেভেন্টিলেটর , কুলিং ফ্যানের ময়লা পরিষ্কার হবে। বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসোরিজের দোকানে স্প্রে ডাস্টার পাওয়া যায়।
২। স্প্রে ডাস্টার দিয়ে কীবোর্ডের উপরেও ব্লাস্ট দিন। এতে করে কিবোর্ডের ভেতরে জমা হওয়া ময়লা দূর হবে।
৩। ব্যাটারী খুলে ব্যাটারীর ভেতরের প্যানেলে এয়ার ব্লাস্ট করুন। তাতেও কিছুটা ময়লা পরিষ্কার হবে।
তবে এভাবে বেশি ময়ল পরিষ্কার হবে না কিন্তু কুলিং ফ্যান এবং ভেন্টিলেটর কিছুটা পরিষ্কার হওয়ায় ল্যাপটপের কুলিং সিস্টেমটি আগের চেয়ে ভালো কাজ করবে।
This post was last modified on জানুয়ারী ২২, ২০২৪ 3:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…