স্টার্টঅাপ জব ফেয়ারে থাকছে দি ঢাকা টাইমস্

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আগমীকাল শুক্রবার ‘LaunchPad 360’ উদ্যোগে ধানমণ্ডির ইএমকে সেন্টারে ‘স্টার্টঅাপ জব ফেয়ার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জব ফেয়ারে অংশগ্রহণ করছে বাংলাদেশের উদীয়মান ১৫টি কোম্পানি। অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে দি ঢাকা টাইমস্। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যে কেও চাকরি বা ইন্টার্ণ করার সুযোগ পেতে পারে এই মেলার মাধ্যমে।


দি ঢাকা টাইমস্ বাংলাদেশের সবচেয়ে বড় লাইফস্টাইল ম্যাগাজিন। আমরা সব সময় তরুণ ও উদীয়মান সুলেখক খুঁজছি। এই জব ফেয়ারের মাধ্যমে আপনি সেই সুযোগ নিতে পারেন। এই লিংকে – bit.ly/launchpad360 ক্লিক করে আগ্রহীরা আপনাদের সিভি সাবমিট করতে পারেন এবং আগামীকাল জব ফেয়ারে সরাসরি ইন্টারভি্উ এ অংশ নিতে পারেন।

বিস্তারিত:

উদ্যোগতা এবং তার উদ্যোগকে সব ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে লঞ্চপ্যাড বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘LaunchPad 360’
আগ্রহী স্কিলফুল মানুষ দের নতুন নতুন উদ্যোগ এ কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই ইভেন্ট এ থাকছে স্টার্ট-আপ কনসালটেন্ট, এঞ্জেল ইনভেস্টর গ্লোবাল অন্টপ্রেনার দের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ অনেকেই আছেন যারা বাবসায় পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় বিশেষ বিশেষ স্কিল আয়ত্ত করেছেন কিন্তু আত্মবিশ্বাসী হয়ে নিজের বাবসা শুরু করতে পারেননি অথবা যারা নিজের উদ্যোগকে সফল করার জন্যে মাঠে নেমেছেন কিন্তু আরো স্কিলফুল মানুষদের অভাবে ঠিক মত ব্যবসা চালিয়ে নিতে কষ্ট হচ্ছে তাদের জন্যে ‘LaunchPad 360’ একটি সময়োপযোগী ইভেন্ট।

সচরাচর যা দেখা যায় তা হল, বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরনের সুযোগ থাকায় নতুন নতুন উদ্ভাবনশীল আইদিয়াগুলি আসে তাদের মাথা থেকেই যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনা করছে। সমস্যা হয় তখন যখন এই আইডিয়া কে পুজি করে ব্যবসা করার ব্যাপারটি সামনে আসে। কারন তাদের না থাকে কোন বাস্তবিক জ্ঞান না থাকে ব্যাবসা পরিচালনার পূর্বঅভিজ্ঞতা। তাই আইডিয়া থাকলেও তারা উদ্যোগ নিতে অনাগ্রহী থাকেন। কেউ কেউ যদিওবা সাহস করে মাঠে নামেন কিন্তু এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লড়াই থেকে ছিটকে যেতে সময় লাগে না। কিন্তু একজন বিজনেস নলেজ সম্পন্ন ব্যক্তি তাদের সাথে কাজ করে পাল্টে দিতে পারেন এই দৃশ্যপট।

অন্যদিকে যাদের বিজনেস নলেজ আছে তারা কর্পোরেট-এ যোগদানের পূর্বে কিছুটা বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে স্কিল ডেভলাপ করতে চান। আর এই স্টার্ট-আপ গুলিতেই থাকে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে স্কিল ডেভলাপ এর অনন্য সুযোগ।

এই দুই পক্ষের সমস্যা সমাধান করতেই ‘LaunchPad 360’ তে থাকছে স্টার্ট-আপ জব ফেয়ার যেখানে স্টার্ট-আপ এর উদ্যোগতাগন তাদের চাহিদা অনুযায়ী রিক্রুট করতে পারবেন তাদের যারা নিজেদের অভিজ্ঞতার ঝুলিটা ভরে নিতে চায় স্টার্ট-আপ এ কাজ করে।
শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এই ইভেন্ট এ থাকছে গ্লোবাল অন্টপ্রেনারদের সাথে নিজের ব্যবসা নিয়ে আলোচনার দুর্লভ সুযোগ এবং প্রয়োজনে স্টার্ট-আপ কনসালটেন্টদের থেকে পরামর্শ নেয়ার এক্সক্লুসিভ সুবিধা। আর প্রোগ্রামটিকে ভিন্ন মাত্রা যোগ করবে এঞ্জেল ইনভেস্টটরদের উপস্থিতি যাদের নিকট বিজনেস আইডিয়া পিচ করে সংগ্রহ করা যাবে চাহিদামত বিনিয়োগ।

দেশের ৪ টি বিভাগ থেকে ১৫ টি সম্ভামনাময় স্টার্ট-আপ নিয়ে জমজমাট এই ইভেন্ট এ আসার জন্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৯ তারিখ থেকে শুরু হয়ে এখনো চলছে। চাইলে আপনিও আসতে পারেন এই লিঙ্ক এ রেজিস্ট্রেশন করে bit.ly/launchpad360. যারা অনেক বছর ধরে নতুন নতুন ব্যবসায় উদ্যোগকে সাফল্যের পথে হাটতে সাহায্য করে আসছেন তাদেরকে এবং যারা নতুন উদ্যোগ নিয়ে দেশকে বদলে দেবার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ তাদেরকে এক ই প্লাটফর্ম নিয়ে আসা ই এই ইভেন্ট এর উদ্দেশ্য। LaunchPad Bangladesh এর মত আরও আরও কার্যকরী প্রজেক্ট এর মাধ্যমে বাংলাদেশ এ উদ্যোগতা অনুকূল পরিবেশ সৃষ্টি করতেই ‘দ্যা প্রেনারস’ এই প্রয়াস।

Related Post

This post was last modified on আগস্ট ২১, ২০১৪ 2:29 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে