দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সব সময় দেখে এসেছি মানুষ ঘোড়ার পিঠে চড়ে বেড়িয়েছে তবে ঘোড়া ছাড়াও অনেক প্রাণী আছে যাদের পিঠে চড়ে ঘুরে বেড়ানো সম্ভব! এসব প্রাণীদের তালিকা আপনি দেখলে অবাক না হয়ে পারবেন না। যেমন আশ্চর্য জনক ঠিক তেমন এসব প্রাণীর পিঠে মানুষ সচরাচর দেখা যায়না।
উট পাখির পিঠে মানুষ চড়তে কখনো শুনেছেন, কিংবা শুনলেও দেখেছেন? না দেখে থাকলে এখন দেখুন। এক একটি উট পাখি মানুষ থেকে এতো বড় যে এসব পাখির উপর অনায়েসে মানুষ চড়ে বেড়াতে পারে।
রেইন ডিয়ার মূলত হরিণ গোত্রীয় তবে এরা শীত প্রধান দেশে ববসা করে। এদের পিঠে মানুষ চড়ে বেড়াচ্ছে দেখে আপনি অবাক হবে স্বাভাবিক। কারন এরা যেমন বন্য ঠিক তেমনি অস্থির প্রকৃতির প্রাণী, এদের পিঠে মানুষ উঠলে এরা সিং দিয়ে ঢুস মেরে আপনাকে ফেলে দিবে। কিন্তু কিছু মানুষ অদম্য তো বটেই!
জেব্রা আলাদা প্রাণী হলেও এরা কিন্তু ঘোড়ার একটি আলাদা জাত, আমরা সচরাচর এসব প্রাণীকে মানুষ বয়ে বেড়াতে না দেখলেও এরা তা করতে পারে।
আরবের মানুষ প্রাচীন কাল থেকে উটকে নানান কাজে ব্যবহার করছে, উটের ব্যবহারের প্রধান কাজ হচ্ছে এরা মরুর বুকে মানুষকে বহন করে, ফলে উটকে বলা হয় মরুভূমির জাহাজ।
অন্য সব প্রাণীর পিঠে মানুষ চড়ে বেড়ালেও সিংহ! একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো না? হ্যাঁ বাড়াবাড়ি করাই তো মানুষের কাজ! সিংহের পিঠে চড়ে মানুষ নিজেদের অবস্থা আবার পরিষ্কার করলো। মানুষ সৃষ্টর সেরা জীব, বনের রাজা সিংহও মানুষের বাহন হতে বাধ্য!
ডলফিন এমন এক প্রাণী যা মানুষের সাথে সব চেয়ে বেশি মিশে থাকে। এরা জেনে বুঝে মানুষের ক্ষতি করেনা। তবে আপনি অবাক হতেই পারেন যখন দেখবেন ডলফিনের উপরে করে পানিতে বা পুলে ঘুরে বেড়াচ্ছে মানুষ!
মানুষকে হাতিতে চড়তে এশিয়ার মানুষ অনেক দেখেছে, তবে হাতি শক্তিশালী এবং প্রাণীদের মাঝে সব চেয়ে বিশাল প্রাণী। বন্য হাতিকে পোষ মানানো সোজা কথা নয়, কিন্তু মানুষ হাতিকে প্রাচীন যুগ থেকে পোষ মানিয়ে আসছে এবং হাতির পিঠে সাওয়ার হয়ে যুদ্ধ জাতায়েত পণ্য বহন সহ নানান কাজ করে আসছে।
কচ্ছপের পিঠে মানুষ! অন্য সব কিছু সম্ভব হলেও এটি একটু অবাক করাই বটে। কিন্তু হ্যাঁ কচ্ছপের পিটকেও মানুষ সাওয়ার হয়েছে এমন ঘটনা রয়েছে। কচ্ছপদের মাঝে বড় আকারের কচ্ছপকে পোষ মানানো সহ এর পিঠে সাওয়ার হয়েছে।
জিরাফ প্রাণীদের মাঝে সবচেয়ে উঁচা প্রাণী! এই জিরাফের পিঠেও মানুষ সাওয়ার হয়েছে! কিভাবে! উপরের ছবিতে নিজেই দেখুন।
জলহস্তী আফ্রিকার সবচেয়ে ভয়ংকর প্রাণীদের মাঝে একটি। এরা মানুষ থেকে শুরু করে কুমির হত্যা করে খেলতে খেলতে। জলহস্তী ভয়ংকর মেজাজের কারণে আফ্রিকার ত্রাস। এদের এলাকায় মানুষ কেনো সাধারণ কোন ক্ষুদ্র ডিঙ্গি নৌকা ভেসে গেলেও এরা তাঁকে তছনছ করে দেয়। কিন্তু মানুষের পক্ষে সব কিছুই সম্ভব! মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। জলহস্তীও মানুষকে বহন করতে বাধ্য হয়েছে।
This post was last modified on জুন ২৯, ২০১৬ 6:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…