দেখে নিন সামরিক বাহিনীর অস্ত্র বিবর্তন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সমর যুদ্ধ কিংবা সমর অস্ত্র সম কিছুতেই একজন যোদ্ধা প্রয়োজন তাই তো হাজার বছরের বিবর্তনের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই এখানে কিভাবে রাজা থেকে সরকার যোদ্ধাদের জন্য অস্র বহন করা নিশ্চিত করেছে। এই অস্ত্র ব্যবহার এবং পোশাক সৈনিকের নিরাপত্তার পাশাপাশি যুদ্ধে নিজ দেশের শক্তিও অনেক অংশে বৃদ্ধি করে দিতো।


১)
১০৬৬ সালে Hastings যুদ্ধে একজন সৈনিকের ব্যবহার করা বিভিন্ন গিয়ার, অস্র এবং পোশাক


২) ১২৪৪ সালে সেই অস্ত্র বিবর্তিত হয়ে নিচের এমন রূপ নেয়।

৩) ১৪১৫ সালে এসে সৈনিক দের জন্য অস্ত্রের রূপান্তর এবং বর্মের বিবর্তন নিচে দেখুন-

Related Post

৪) ১৪৮৫ সালে Bosworth যুদ্ধে একজন যোদ্ধার পরিধেয় পোশাক এবং সাথে বহন যোগ্য অস্র।

৫) ১৫৮৮ সালে একজন সৈনিক কে এই অস্ত্র এবং পোশাক নিয়েই যুদ্ধে যেতে হত, অবশ্য সবচেয়ে আধুনিক সৈন্যরাই এই অস্ত্র পেতো।

৬) ১৬৪৫ সালের দিকে সৈনিকদের পোশাক আসাক অস্ত্র সব কিছু কিছুটা বিবর্তিত হয়ে এই রূপ নেয়।

৭) ১৭০৯ সালে এসে অস্ত্র এবং পোশাকের রূপান্তর হয় এই পর্যায়ে।

8) এটি হচ্ছে ১৮১৫ সালের ওয়াটার লু যুদ্ধে একজন সৈনিকের ব্যবহারিত অস্ত্র এবং পোশাক!

৯) ১৯১৬ সালে প্রথম বিশ্ব যুদ্ধে একজন প্রাইভেট সৈনিকের জন্য বরাদ্দ করা অস্ত্র পোশাক।

১০) ১৯৪৪ সালের দিকে একজন ল্যান্স কর্পোরাল এর ব্যবহারিত অস্ত্র এবং সরঞ্জাম।

১১) ১৯৮২ সালে মেরিন সৈন্যদের অস্ত্র এবং পোশাক।

১২) বর্তমান সময়ে আফগানিস্তানে একজন ব্রিস্টিস সৈন্য এই ধরণের অস্ত্র বহন করে এবং তার নিরাপত্তায় এমন সব গিয়ার দিয়ে সজ্জিত থাকে।

রাষ্ট্র, জনগণ, সরকার সব কিছুকেই টিকিয়ে রাখতে সৈনিকের ভূমিকা অপরিসীম। তাই তো একটি দেশ এবং সরকার চায় তার সৈন্য বাহিনী থাকবে আধুনিক সব অস্ত্রে সজ্জিত এবং যুগের সাথে তাল মিলিয়ে সবচেয়ে সর্বাধুনিক নিরাপত্তা এবং সুবিধায় পরিপূর্ণ। সেই দিক বিবেচনায় যুগ যুগ ধরে সৈন্য বাহিনীর এমন বিবর্তন হয়ে এসেছে।

This post was last modified on জুন ২২, ২০১৬ 3:57 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে