Categories: সাধারণ

মোবাইলে খরচ বাড়ছে আজ থেকে: অপারেটরদের দায় হলেও গ্রাহকদের ঘাড়ে চাপানো হয়েছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ থেকে মোবাইল ব্যবহারকারীদের ১ পয়সা হারে খরচ বাড়ছে। মোবাইলে খরচ বাড়ছে আজ থেকে ‘উন্নয়ন সারচার্জ’ নামে এই কর বসানো হচ্ছে, যা আজ সোমবার থেকে কার্যকর হবে।

নির্ধারিত করের সঙ্গে সেবার বিনিময়ে প্রাপ্ত মূল্যের ওপর ১ শতাংশ হারে সারচার্জ দিতে হবে প্রকৃতপক্ষে অপারেটরদের। কাগজে-কলমে সারচার্জ অপারেটরদের কাছ থেকে সংগ্রহের কথা বলা হলেও বাস্তবে ঘটছে উল্টো ঘটনা। এই অতিরিক্ত করের বোঝা বহন করতে হবে মোবাইল ফোনের গ্রাহকদেরই! ফলে কলরেট না বাড়লেও আজ ১ সেপ্টেম্বর সোমবার থেকে কথোপকথনের ব্যয় বাড়বে মোবাইল ব্যবহারকারীদের। এই সারচার্জ বাবদ বছরে প্রায় ২৫০ কোটি টাকা অতিরিক্ত আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মোবাইল অপারেটরদের ওপর আরোপিত কর কেনো ব্যবহারকারীদের দিতে হবে সেটিই দেখার বিষয়। এ বিষয়ে গ্রামীন ফোনের কাস্টমার কেয়ারে প্রশ্ন করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান্ এবং বলেন, এ বিষয়ে তাদের উর্ধতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন।

Related Post

জানানো হয়েছে, মোবাইল অপারেটরদের সিমকার্ড অথবা রিমকার্ড বা অন্য যে কোনো মাইক্রো চিপ ব্যবহারের মাধ্যমে সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় মূল্যের ওপর ১ শতাংশ হারেেএই ‘উন্নয়ন সারচার্জ’ আরোপিত হবে। মূল্য সংযোজন কর যে পদ্ধতিতে আদায় করা হয়ে থাকে ঠিক একই একই পদ্ধতিতে সারচার্জ আদায় করা হবে।

গত বাজেটে সিমকার্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে ১০০ টাকা করারোপ করা হয়েছে। এই প্রতিস্থাপন খাত হতে ৮০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। অপরদিকে মোবাইল সেট আমদানি এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন পর্যায়ে মূল্যভিত্তির ওপর ১ শতাংশ হারে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সারচার্জ আরোপ করা হয়। এখান হতেও ৩৮ কোটি টাকা আদায় করা হবে। আবার তারসঙ্গে যোগ হচ্ছে মোবাইলসেবা গ্রহণের ওপর ১ শতাংশ হারে সারচার্জ।

বিপুল সম্ভাবনাময় এই খাতের ওপর নতুন করে করারোপ করার কারণে বিনিয়োগ এবং প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অথচ সরকারের কোষাগারে সবচেয়ে বেশি অবদান রাখছে এই মোবাইল খাত। তাই এর সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন সরকারকে এ বিষয়ে বিবেচনায় আনতে হবে। তা নাহলে বাংলাদেশে এই মোবাইল প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যতখানি এগিয়ে গেছে তা আবারও পিছিয়ে পড়বে।

উল্লেখ্য, বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১১ কোটির মতো। বাংলাদেশ খুব কম সময়ে এই শিল্প এগিয়ে গেছে।

This post was last modified on সেপ্টেম্বর ১, ২০১৪ 2:58 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে