দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির নায়ক সালমান শাহর আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত সালমান শাহকে স্মৃতিতে ধরে রাখতে আজ পালিত হচ্ছে যথাযথভাবে।
ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মতো আগমন ঘটেছিল সালমান শাহর। কিন্তু সবার চোখ ধাঁধিয়ে হঠাৎ চলে গেছেন তিনি। কিন্তু মানুষ সেই আলোর ঝলকানি চোখ বুঁজে বুঁদ হয়ে আছে আজও। আজ শনিবার তার ১৮তম মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করতে গতকাল শুক্রবারই ভক্ত অনুরাগীরা ছুটে গেছেন সিলেটস্থ হযরত শাহজালালের (রহ.) মাজার সংলগ্ন সালমান শাহর কবর জিয়ারতের জন্য। অন্যদিকে ভক্ত অনুরাগীরা জিন্দাবাজারস্থ বাড়িতে গিয়ে তাঁকে স্মরণ করেছেন।
সিলেট নগরের জিন্দাবাজারের দারিয়াপাড়াস্থ ‘সালমান শাহ হাউজ’ এ গিয়ে দেখা গেলো ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে বহু সালমানভক্ত একবার এসে দেখে যাচ্ছেন সালমান শাহ হাউজ। তার রেখে যাওয়া স্মৃতি দেখে অনেকেই আবেগপ্রবণও হয়ে পড়ছেন। রেখে যাওয়া স্মৃতিগুলোতেই খুঁজে ফিরছেন সালমান শাহকে। আবার দল বেঁধে যাচ্ছেন কবর জিয়ারত করতে।
সালমান শাহর মৃত্যুবাষির্কী উপলক্ষে পারিবারিক উদ্যোগে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আজ শনিবার যোহরের নামাজের পর শাহজালাল (রহ.) মাজারে ফকির-মিসকিনদের খাবার বিতরণ, বাদ আছর মাজার মসজিদে মিলাদ এবং দোয়া মহাফিল আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
উল্লেখ্য, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে মৌসুমির সঙ্গে প্রথম অভিনয় জগতে পা দেন সালমান শাহ। তাদের প্রথম ছবিই এদেশের দর্শকদের হৃদয়গ্রাহি করে তোলে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হাজারো ভক্ত অনুরাগীকে হতবাক করে সালমান শাহ না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। যদিও তাঁর মৃত্যুর রহস্যের জট আজও খোলেনি।
This post was last modified on সেপ্টেম্বর ৬, ২০১৪ 2:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…