দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউ মেক্সিকোর এক হবু দম্পতি সান্তাফে পাহাড়ের উপরে তাদের বিবাহপুর্ব অনুষ্ঠান করার সময় স্বামী পাহার থেকে গিরিখাতে পা পিছলে পড়ে যেতে গেলে তার স্ত্রী তাকে রক্ষা করে। তারা তাদের বিবাহ উত্তর অনুষ্ঠানটিকে ব্যতিক্রমী করার জন্য পাহাড়ের উপর এই অনুষ্ঠানের আয়োজন করতে গেলে এই বিপদের সম্মুখীন হন। কিন্তু স্ত্রীর বুদ্ধিমত্তায় তাদের এই আনন্দময় মুহূর্তটি শোক অনুষ্ঠানে রূপ নেয় না।
অনেক মানুষই জীবনের এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যান যখন তারা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার পরশ অনুভব করেন এবং তার প্রিয় মানুষটিকে বলেন ‘আমি করবো’। হ্যাঁ এটি একটি খ্রিস্টীয় বিয়ের কথা বলা হচ্ছে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিজেদের স্বীকারোক্তি তুলে ধরেন। পিটার বোল্টনও নিজের সেই ভাউটি করতে চেয়েছিলেন সম্পুর্ন ব্যতিক্রমভাবে তাই তিনি এর আয়োজন করেন পাহাড়ের উপর। তার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার কয়েকজন বন্ধু। কিন্তু তিনি কখনোই কল্পনা করেননি পাহাড়ের ১০০ মিটার উপর থেকে পড়ে যেতে পারেন। তিনি তার স্বীকারোক্তি পাঠ করতে করতে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পড়ে যাচ্ছিলেন। তার স্ত্রী ব্যাপারটি বুঝতে পারেন তিনি তাড়াতাড়ি করে তার হবু স্বামীর হাত টেনে ধরেন।
উপস্থিত তার বন্ধুরা ব্যাপারটি বুঝে উঠার আগেই সম্পূর্ণ ঘটনা ঘটে যায়। পরে তারা তা মিসেস বোল্টনের মুখে শুনে শিয়রে উঠেন। মিসেস বোল্টন তার হবু স্বামীর ডান হাত টেনে ধরেন এবং তাকে পাহাড়ের কিনারা থেকে টেনে নিয়ে আসতে সক্ষম হন। তাদের এই ছবিটি অনলাইনে প্রকাশ হওয়ার পর অনেকে বলেন যে, এটি একটি সাজানো ঘটনা। কেননা মিস্টার বোল্টন পড়ে যাওয়ার সময় তাদের বন্ধুদের প্রতিক্রিয়া তেমন ছিল না যা স্বাভাবিক ক্ষেত্রে হয় না। কিন্তু মিসেস বোল্টন বলেন ঘটনাটি এতো তড়িৎগতিতে ঘটেছে যে তার বন্ধুরা বুঝতেই পারেনি কি ঘটছে।
আরো দেখুন ভিডিওতেঃ
তথ্যসূত্রঃ ডেইলিমেইল
This post was last modified on জুন ১৪, ২০২২ 11:50 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…