আইএস জাল বিস্তৃত হতে চলেছে পাকিস্তান ভারত এমনকি বাংলাদেশেও!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ইরাকের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারকারি ইসলামিক স্টেট বা আইএস এবার তাদের জাল বিস্তৃত করতে চলেছে পাকিস্তান ভারত এমনকি বাংলাদেশেও!

continues wide range of ISO fakecontinues wide range of ISO fake

সিরিয়া এবং ইরাকের পর এখন নতুন করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও জাল বিস্তৃত করতে যাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত-পাকিস্তানের কয়েকটি শহরে আইএস-এর প্রচারপত্রও বিলি করা হচ্ছে। আবার বাংলাদেশে নাকি চলছে সদস্য সংগ্রহ অভিযান। খবর বাংলাদেশ নিউজ২৪।

বার্তা সংস্থা রয়টার্স-এর এক খবরের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম আরও বলেছে, সম্প্রতি পাকিস্তান ও ভারতের কয়েকটি শহরে আইএস-এর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানের পেশাওয়ার ও আফগান সীমান্তবর্তী এলাকায় নাকি প্রকাশ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। আবার বেশ কিছু গাড়িতেও আইএস-এর ‘স্টিকার’ দেখা গেছে। পাকিস্তান ও আফগানিস্তানে ইসলামী জঙ্গি সংগঠনগুলোর মধ্যে মূলত এতদিন আল-কায়েদা এবং তালেবানেরই প্রাধান্য ছিল।

Related Post

বিশ্লেষকরা মনে করছেন, জঙ্গি গোষ্ঠী তালেবান ও আল-কায়েদার সাম্প্রতিক নিষ্ক্রিয়তার কারণেই আইএস-কে এ অঞ্চলে নেটওয়ার্ক বিস্তৃত করতে উদ্বুদ্ধ করেছে।

সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, পাকিস্তানের পেশাওয়ারে আইএস-এর ১২ পৃষ্ঠার এক প্রচারপত্র বিলি করা হয়। ‘ফাতাহ’ বা ‘বিজয়’ শিরোনামের ওই প্রচারপত্রের লোগোতে নাকি একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের ছবি ব্যবহার করা হয়েছে। ওই প্রচারপত্রটি নিয়ে আইএস সমর্থকরা সাধারণ মানুষের বাড়ি ও স্থানীয় মসজিদগুলোতে যাচ্ছে। সম্প্রতি আফগান শরণার্থী শিবিরগুলোতেও তাদের তৎপরতা লক্ষ্ণণীয়। পেশাওয়ারের এক মসজিদের ইমাম সামীউল্লাহ হানিফি রয়টার্সকে বলেন, ‘জঙ্গি সংগঠন ইসলামিক খেলাফতের কর্মীদের তিনি প্রচারপত্রটি বিতরণ করতে দেখেছেন।’ এছাড়া ওই এলাকায় খুব বেশি পরিচিত নয় এমন কিছু তরুণকেও এই তৎপরতায় জড়িত হতে দেখা গেছে।

অপরদিকে ভারত অধিকৃত কাশ্মীর, মুম্বাই, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতাতেও আইএস-এর তৎপরতা শুরুর খবর পাওয়া গেছে। কাশ্মীরে গত ২৭ জুন ও তারপর ঈদ-উল ফিতরের দিনে কিছু মুসলিম তরুণ নাকি আইএস-এর পক্ষে ও কাশ্মীরে ভারতের শাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। কয়েকদিন আগে ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ের ৪টি মুসলিম পরিবার তাদের সন্তান হঠাৎ উধাও হয়ে যাওয়ার খবর পুলিশকে জানিয়েছেন। তাতে বলা হয়েছে, নিখোঁজদের একজন বাড়ি ছাড়ার সময় চিরকুট লিখে জানিয়েছেন তিনি ‘ইসলাম রক্ষার’ লড়াই করতে যাচ্ছেন। পরে জানা যায়, কথিত ৪ তরুণ তবলিগ জামাতের সঙ্গে ইরাকে গেছেন। সেখানে যাওয়ার পর হতে তারা নাকি আবার উধাও। ওই তরুণরা আইএস অধিকৃত শহর মোসুলে গেছেন ও তাদের একজন ইতিমধ্যেই যুদ্ধে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত সপ্তাহে কোলকাতায় ৪ তরুণকে পুলিশ গ্রেফতার করে। এই ৪ জনের মধ্যে দু্’জন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত ৪ জন আইএস-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাংলাদেশে ইতিমধ্যে আইএস-এর সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে বলেও পত্রিকাটির খবরে বলা হয়েছে।

This post was last modified on সেপ্টেম্বর ১৪, ২০১৪ 1:47 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

১৮ কোটি টাকায় কুমারীত্ব নিলাম করলেন কলেজ ছাত্রী! ‘কিনলেন’ হলিউড অভিনেতা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুনিয়াটা কোনদিকে যাচ্ছে তা বোঝা মুশকিল! এবার কুমারিত্ব বিক্রির খবরও…

% দিন আগে

অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৮ চৈত্র ১৪৩১…

% দিন আগে

কাঁধে এই ধরণের ব্যথাও কী হতে পারে ফুসফুসের ক্যান্সা‌রের লক্ষণ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের প্রায় সময় দেখা যায় কাঁধে ব্যথা হচ্ছে। কাঁধে ব্যথা…

% দিন আগে

ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি’র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী: ঈদ উল ফিতরের ২য় দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি'র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী। আজ…

% দিন আগে

আজ পবিত্র ঈদ- উল- ফিতর: ঈদ মোবারক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) পবিত্র ঈদ-উল- ফিতর। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের একটি…

% দিন আগে

অবর্ণনীয় প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৩১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৭ চৈত্র ১৪৩১…

% দিন আগে