দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘকাল ধরে ক্যানসার অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে এখনো নিচ্ছে। হাজার মানুষ ক্যানসার আক্রান্ত হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে না পেরে প্রান হারাচ্ছেন। তবে এবার বিজ্ঞানীরা দাবি করছেন তারা ক্যানসার কোষ প্রতিরোধে ওষুধ আবিষ্কার করেছেন।
ক্যানসার কোষ হচ্ছে আমাদের শরীরের কোষ যা কিনা আমাদের ভালোর জন্য না লেগে ক্ষতি করে থাকে। কিন্তু বৃদ্ধি পেতে থাকে আমাদের শরীরেই। এতদিন এই ক্যানসার কোষ রোধে কিংবা নির্মূলে অথবা দমিয়ে রাখতে কোনও ওষুধ ছিলোনা, এবার বিজ্ঞানীরা দাবি করছেন তারা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা ক্যানসারের কোষকে নির্দিষ্ট অবস্থাতেই স্থির করে দিতে পারে। এর মানে হচ্ছে একজন ক্যানসারে আক্রান্ত রোগীর শরীরে যে অংশে ক্যানসার আছে অই অংশেই ক্যানসার অন্যত্র বিস্তার করতে পারবেনা ফলে ক্যানসারে মানুষের প্রানহানী হবেনা।
আমাদের শরীরে কিছু প্রোটিন আছে যা Ral নামে পরিচিত। মূলত ক্যানসার এই Ral এর এক্টিভিটি বা স্বয়ংক্রিয়তার মাধ্যমে এক কোষ থেকে অন্য কষে বিস্তার করে। চিকিৎসকরা পরীক্ষাগারে Ral প্রোটিনের একটি ইনেক্টিভ কোষকে নিয়ে পরীক্ষা করে দেখতে পান এই Ral প্রোটিন ইনেক্টিভ অবস্থায় কোনও সমস্যা করেনা তবে যখন এটি এক্টিভ বা জেগে উঠে এটি পাশের Ral প্রোটিনকেও জাগিয়ে তুলে এবং ক্যানসারের কোষ শরীরে বিস্তারে প্রভাব রাখে।
বিজ্ঞানীরা বলছেন তারা এই Ral প্রোটিনকে একটিভ হতেনা দেয়ার পদ্ধতি আবিষ্কার করেছেন এতে করে মানব শরীরে ক্যানসারের বিস্তার অনেক অংশে হ্রাস পাবে। ক্যানসার অনেক রকম হয় যেমন pancreatic, prostate, lung, colon এবং bladder। বিজ্ঞানীরা এই সব ক্যানসারের কোষ বৃদ্ধি বন্ধ করে দিতেই এখন সচেষ্ট। এখন অপেক্ষার পালা কবে এই ওষুধ ক্যানসারে ভুক্তভুগি সাধারণ মানুষের হাতের নাগালে আসে…
সূত্র-দিটেকজার্নাল
This post was last modified on মার্চ ২৬, ২০১৫ 5:15 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…