হারানো অঙ্গ নিয়ে ভিন্ন রকম শিক্ষণীয় কাজ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমদের মাঝে অনেকেই আছেন যাদের হাত পা নেই, কেউ হারিয়েছেন দুর্ঘটনায় কিংবা কেউ কোনও রোগে। এবার আপনাদের জন্য সারা বিশ্বে কিছু প্রতিবন্ধী মানুষের হারানো অঙ্গ নিয়ে ভিন্ন রকম কাজের ছবি নিয়ে এলাম। যা দেখে অবাক না হয়ে পারবেন না।


আমাদের আজকের এসব ছবি দেখে আশাকরছি কোনও পাঠক একে নিয়ে তাচ্ছিল্য কিংবা অন্য ভাবে নিবেন না। এরা সবাই শারীরিক প্রতিবন্ধী নিজেদের প্রতিবন্ধীতাকে তারা ভিন্ন ভাবে ফুটিয়ে তুলেছেন। এতে তারা কিছুটা মজা পেয়েছেন এবং আনন্দ দিতে পেরেছেন আরো অনেককে।

চলুন দেখে নি একে একে ছবি গুলো-

১)

Related Post

উপরের ছবিতে লোকটি নিজের স্ক্রেচারে ভর করে এমন ভঙ্গি করছেন দেখে মনে হতে পারে এটি বুঝি একটি পাখি।

এখানে তার আসল ছবি।

২)

এঈ ব্যক্তি নিজের ডান হাত হারিয়েছেন এক দুর্ঘটনায়, এর পর থেকে তিনি তার হারানো হাতেই একেছেন অসাধারণ এক ডলফিনের ট্যাটু।

উপরের ছবিতে কাছ থেকে দেখুন।

৩)

উপরের ছবিটির নাম দেয়া হয়েছে সার্ক এটাক, আসলেই ছবিতে অভিনয় করা মানুষটির পা হাঙরে কেটে নিয়েছে।

৪)

উপরের ছবিতে দেখুন, তার পা নেই তবে তিনি দমে জাননি, অসধারন বুদ্ধি দপ্ত ব্যবহার করছেন কৃত্রিম পায়ের।

৫)

এই ছবিতে দেখুন, পা নেই নিচের অংশে কিন্তু সেখানে লিখেছেন প্রতিবাদী ট্যাটু।

৬)

সত্যিকারের দস্যু কস্টিউম।

৭)

উপরের ছবিতে বাম হাতটি হাঙরের কামড়ে কেটে ফেলতে হয়েছে, কিন্তু তিনি কাটা হাতেই হাঙরের ট্যাটু একে দুর্দান্ত প্রতিবাদ করছেন।

৮)

মেয়েটির একটি পা নেই, তাতে কি? সে দমে যাওয়ার পাত্রি নন।

৯)

উপরের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার পা এবং হাত একটি হাঙরের আক্রমণে তিনি হারিয়েছেন, সেই সময়ের ছবি ফুটিয়ে তুলেছেন এখানে।

১০)

প্রথম ছবি দেখে বুঝার উপায় নেই এটি একটি হাত নাকি আঙুল! ভালো ভাবে দেখুন দ্বিতীয় ছবিতে, নিজেই উত্তর পেয়ে যাবেন।

প্রিয় পাঠক, এসব ছবি সম্পর্কে আপনার মতামত কি?

This post was last modified on ফেব্রুয়ারী ১৪, ২০১৭ 10:09 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে