দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বার বার তিনি মিডিয়ার নানা সমালোচনায় পড়েন। তিনি আর কেও নন আমাদের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। এবার তিনি শিশুদের সঙ্গে গান গাইলেন।
বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গেয়ে মিডিয়ায় আলোচনায় চলে এসেছেন। তাকে বক্তব্য দিতে বলা হলে তিনি মঞ্চে উঠে বক্তব্য দেন আবার সেইসঙ্গে গান গাইতে শুরু করেন। গানই যেন তাঁর জীবন, গানই যেন তার কাছে মরন। আমরা আমাদের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর কথায় বলছি।
তবে এবার তিনি ছোট শিশুদের আনন্দ আয়োজনে এসে শিশুদের সঙ্গে গান গাইলেন। ‘এমন একটা মা দে না, এমন একটা মা দেনা… যে মায়ের সন্তানেরা কান্দে… আবার হাসতে জানে…।’
গতকাল বুধবার রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ল্যাব্রেটরি নার্সারি স্কুলে শিশু সংগঠন ‘জয় ফর এভরি চাইল্ড’ আয়েজিত ‘শিশুদের জন্য আনন্দ আয়োজন’ মন্ত্রীকে বক্তব্য দিতে বলা হলে তিনি মঞ্চে উঠেই বক্তব্য কিছুদূর চালিয়ে যাওয়ার পরই শুরু করে দেন গান গাওয়া। এই গানের মাধ্যমে উপস্থিত সবাই ও মা-বাবার প্রতি ভালোবাসা এবং দেশ সেবার আহ্বান জানান মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
তবে এই অনুষ্ঠানে আগত অনেকেই মন্ত্রীর বক্তব্যে খুশি হন। অনেকেই বলেন, ‘মন্ত্রী মহোদয় গান গাইলেও ছোট শিশুরা দেশ সেবার বিষয়টিতে উদ্বুদ্ধ হবেন। এটি অবশ্যই একটি ভালো দিক।’
This post was last modified on সেপ্টেম্বর ২৫, ২০১৪ 11:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…