দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোরবানী ঈদ এলেই উটের দেখা মেলে। এবারও ঠিক তাই হয়েছে। গাবতলীতে উটের আমদানি ঘটেছে। কিন্তু গাবতলীতে উট নিয়ে এক হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে।
গতকাল শনিবার দুপুরের ঘটনা। গাবতলী পশুর হাটে চোখে পড়ে সারি সারি বাঁধা উট। সবাই আগ্রহ নিয়ে উটের দর-দামও করছেন। যদিও রাজধানীবাসী কোরবানীর গরু কিনবেন ঈদের দু’এক দিন আগে। রাখা এবং পালার জায়ড়া নিয়ে সবার রয়েছে সমস্যা। সে কারণে ঈদের আগ মুহূর্তেই গরু-ছাগল কেনার চিন্তা-ভাবনা থাকে সবার।
কিন্তু গাবতলীতে ওই উট নিয়ে ঘটলো হুলুস্থুল এক কাণ্ড। সারি সারি বাঁধা উটের একটি উট রশি ফসকে ছুটে গেলো। অমনি শুরু হলো হুলুস্থুল এক পরিস্থিতি। হাটজুড়ে শুরু হলো উটের দৌড়াদৌড়ি। এদিকে উটের পেছনে ছুটছেন বেপারী। কিভাবে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তারজন্য অস্থির হয়ে পড়লেন ওই বেপারী। এই অবস্থা দেখে হাটের ক্রেতারাও বেশ কৌতূহলী হয়ে উঠলেন। এক পর্যায়ে ঘিঞ্জি করে বাঁধা মহিষের সারিতে গিয়ে আটকে পড়ে দলছুট উটটি। সেখান হতে তাকে পাকড়াও করতেও বেশ নাস্তানাবুদ হন সবাই। কিন্তু তাও শেষ হলো না। পরে মহিষের ওপর দিয়ে লাফিয়ে পাশের নালাতে পড়ে গেলো উটটি। তারপর বহু কষ্টে সেখান থেকে তাকে বেঁধে আনা হয়। কিছুক্ষণের জন্য সবাই যখন স্বস্থির নিঃশ্বাস ফেলতে লাগলেন, তখন ঘটলো আরেক ঘটনা।
হাটের বাইরের অংশে শতাধিক মানুষের জটলা দেখা গেলো। দূর থেকে দেখা গেল কিছুক্ষণ পর পর এদিক-সেদিক ছুটাছুটি করছে মানুষ। সেখানে আসলে কি ঘটলো। পরে জানা গেলো, নরসিংদীর রায়পুরার হাজি সামাদ নামে জনৈক ব্যক্তি সাড়ে ৫ লাখ টাকায় একটি উট কিনেছেন। নিজের বাড়িতে উটটি নিতে ভাড়া করেছেন একটি ট্রাক। কিন্তু উট গো ধরেছে যে সে ট্রাকে চড়বে না। ১০/১৫ জনের চেষ্টাও শেষ পর্যন্ত বিফল হলো। ৫/৬ ফুট উঁচু ট্রাক থেকে বার বার লাফিয়ে নেমে যাচ্ছে উটটি। এতেই ভয়ে ছোটাছুটি করছেন দর্শনার্থীদের। পরে অবশ্য দুই পা বেঁধে চ্যাংদোলা করে তোলা হয় উটটিকে।
উল্লেখ্য, কোরবানির ঈদ এলে এসব উট আসে ভারত থেকে। অনেকেই কিনেন কোরবানী দেওয়ার জন্য। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা উট কোরবানী করেন নাম কেনার জন্য। তথ্যসূত্র: সমকাল অনলাইন
This post was last modified on সেপ্টেম্বর ২৮, ২০১৪ 4:22 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাঁটা কিংবা দৌড়ানোর জুতো কেমন হওয়া উচিত? সেটি হয়তো অনেকের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফটো ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…