জয়ললিতা: নায়িকা হতে মুখ্যমন্ত্রী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে নিয়ে মিডিয়াগুলো বেশ ব্যস্ত। ৪ বছরের জেল হওয়ার পর তাঁকে নিয়ে সংবাদ মাধ্যমগুলো মেতে আছে। এবার নতুন খবর হচ্ছে জয়ললিতার শুরু হয়েছিল ছবিতে অভিনয়ের মাধ্যমে অর্থাৎ তিনি নায়িকা হতে মুখ্যমন্ত্রী!

CM Jayalalithaa & ActressCM Jayalalithaa & Actress

কৈশোর পেরোনোর আগেই তাঁর রুপালি পর্দায় আবির্ভাব। তারপর বহু দিন কেটে গেছে। তিনি বসেছেন ক্ষমতার মসনদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে। নায়িকা থেকে হয়েছেন মুখ্যমন্ত্রী। এখন আবার কোন পথে চলেছে জয়ললিতার জীবন কাহিনী?

যেমন হয়েছে স্বপ্নপূরণ, আবার আরেকদিকে হয়েছে স্বপ্নভঙ্গ। স্বপ্নপূরণের কাহিনী হলো মুখ্যমন্ত্রী হওয়ার। তবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নভঙ্গ হয়ে গেলো। আপাতত বর্তমান ঠিকানা জেলখানা। গত শনিবার বেঙ্গালুরুর বিশেষ আদালত তাঁকে ৪ বছরে কারাদণ্ড দিয়েছেন। সেইসঙ্গে ১০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে তাঁকে। আর যদি তিনি জরিমানা দিতে না পারেন তাহলে আরও ১ বছরের সাজা ভোগ করতে হবে তাঁকে। ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদও। তিনি বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে থাকবেন।

Related Post

জয়রাম জয়ললিতা মাত্র ১৫ বছর বয়সে পা রেখেছিলেন চলচ্চিত্রজগতে। সেখান থেকে একসময় রাজনীতির আঙিনায় পা রেখেই জনপ্রিয়তার কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁর স্বপ্ন ছিল, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আপাতত তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। হিসাববহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ৪ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর বিশেষ আদালত।

১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম জয়রাম জয়ললিতার। ছোট থেকেই তাঁর পড়ালেখার প্রতি ঝোঁক ছিল। নাচ-গানেও তিনি ছিলেন পারদর্শী। বাবার মৃত্যুর পর সাংসারিক নানা চাপে পড়ে মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রজগতে পা রাখেন তিনি।

হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালায়লমসহ বিভিন্ন ভাষায় ১৪০টির মতো ছবিতে অভিনয় করেছেন জয়ললিতা। অভিনয় সূত্রেই তাঁর পরিচয় ঘটে তৎকালীন তামিল সুপারস্টার এম জি রামচন্দ্রনের। রামচন্দ্রনই এআইডিএমকের প্রতিষ্ঠাতা।

এআইডিএমকের প্রতিষ্ঠাতা রামচন্দ্রনের হাত ধরেই ১৯৮২ সালে প্রথম রাজনীতির আঙিনায় পা রাখেন জয়ললিতা। রামচন্দ্রনের পাশাপাশি জয়ললিতার নায়িকা ইমেজ ও জনপ্রিয়তাকেও কাজে লাগানোর সুযোগ এতটকু হাতছাড়া করেনি এআইডিএমকে নেতৃত্ব। এরপর ১৯৮৭ সালে মারা যান রামচন্দ্রন। তারপর ১৯৯১ সালে বিপুল ভোটে জিতে প্রথমবারের মতো তামিলনাড়ুর মসনদে বসেন জয়ললিতা। জয়ললিতার মূল লক্ষ্য ছিল, দিল্লির মসনদ। কিন্তু ৫ বছরের মধ্যেই ক্ষমতাচ্যুত হন তিনি। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। হিসেববহির্ভূত সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে মামলা দায়ের করেন তৎকালীন জনতা পার্টি নেতা সুব্রমনিয়াম স্বামী। পরে আবারও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। কিন্তু ১৮ বছরের শুনানি শেষে সেই মামলায় গত শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

কিন্তু ভাগ্যে যা আছে তা কি কেও খণ্ডাতে পারে? জয়ললিতাও পারেন নি। ভাগ্য তাঁকে যেমন ক্ষমতার মসনদে বসিয়েছেন, আবার টেনে নামিয়ে নিয়ে গেছেন জেলখানার বন্দিকাষ্ঠে। এই হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার কাহিনী। এই কাহিনী শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য সকলকেই অপেক্ষা করতে হবে।

This post was last modified on সেপ্টেম্বর ২৯, ২০১৪ 2:01 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেন হতে যাত্রীর হাত ধরে ঝুলে ‘স্টান্ট’! পুলিশের নজরে পড়ে বিপাকে পড়লো তরুণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেন হতে এক যাত্রীর হাত ধরে বাইরে ঝুলে আছেন…

% দিন আগে

কক্সবাজারের চকরিয়া উপজেলার নিসর্গ পার্ক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২ চৈত্র ১৪৩১…

% দিন আগে

ব্যথানাশক ওষুধ মেয়েদের শরীরে কম কাজ করে! এই বিষয়ে কী বলছেন গবেষকরা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শোনা যায় ব্যথানাশক ওষুধ মহিলাদের শরীরে নাকি কম কাজ করে,…

% দিন আগে

বাংলাদেশি ভিসা কার্ডধারীদের জন্য থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ফুডপ্যান্ডা ভাউচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি) বাংলাদেশে…

% দিন আগে

আবারও সিনেমার গানে ফিরলেন মিলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন সিনেমার গানে অনুপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। আবার ফিরলেন…

% দিন আগে

পার্টিতে গল্পে মেতে বাবা-মা: সবার অলক্ষে নরম পানীয়ের ছিপি গিলে মৃত্যু ৯ মাসের শিশুর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রুদ্রকে নিয়ে লুক্সেটিপেট মণ্ডলের…

% দিন আগে