ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সীমান্তে সতর্কতা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল সোমবার কোলকাতায় পুলিশের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কোলকাতা পুলিশের মহাপরিচালক জিএমপি রেড্ডি এক সংবাদ সম্মেলনে বলেন, “যে কোনো ধরনের নাশকতার চেষ্টার বিষয়ে সব থানাকে সতর্ক করা হচ্ছে।”

বিডি নিউজ জানিয়েছে, বর্ধমান, হাওড়া ও শিয়ালদা স্টেশনকেও এই সতর্কতার আওতায় আনা হয়েছে বলে ভারতের পূর্বাঞ্চল রেলওয়ের মহা ব্যবস্থাপক আর কে গুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সদ্য শেষ হওয়া দুর্গা পূজাকে ঘিরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পূর্ব থেকেই সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল।

Related Post

ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা এ বিষয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইকে অবহিত করেছেন বলে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ ছাড়াও নেপাল এবং ভুটানের সীমান্ত রয়েছে। ভারতের এই রাজ্যের সীমান্ত ঘেঁষে রয়েছে আসাম, বিহার, সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্য।

সোমবার টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়ছে, বর্ধমানের যে বাড়িটিতে বোমা বানানোর সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে সেখানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ও ছিল।

ওই ঘটনায় শামীম ওরফে শাকিল আহমেদ এবং স্বপন ওরফে সুবহান মণ্ডল নামে দুই ব্যক্তি নিহত হন যারা বাংলাদেশের জেএমবির একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন।

অবশ্য আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শাকিলের বাড়ি নদিয়ার করিমপুরের বারবাজপুরে। অপরদিকে সুবহানের বাড়ি পূর্ব মেদিনীপুরে এবং আব্দুলের বাড়ি বীরভূমের মহম্মদবাজারে।

এদিকে মমতা বন্দোপ্যাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশের গত ৫ জানুয়ারি নির্বাচনে সহিংসতা সৃষ্টিকারী জামায়াতের নেতাদের আশ্রয় প্রশয় দেওয়ার অভিযোগ রয়েছে আগে থেকেই। এমনকি তৃণমূল হতে নির্বাচিত এমপিদের বিরুদ্ধেও জামায়াত এবং উগ্র ইসলামপন্থি নেতাদের সহযোগিতার অভিযোগ উঠেছে বার বার।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভারতের বর্ধমানের খাগড়াগড়ে এক বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত হন, যারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছেন। বিস্ফোরণের ওই ঘটনায় এই পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

This post was last modified on অক্টোবর ৭, ২০১৪ 10:40 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% দিন আগে

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% দিন আগে

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে