[রিভিউ] উইন্ডোজ ১০ এর ভেতরে-বাইরে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাইক্রোসফট এনেছে উইন্ডোজ ১০। কিন্তু কয়েক মাস আগেও এই উইন্ডোজটির নাম নির্ধারণ করা হয়েছিল উইন্ডোজ ৯ বা উইন্ডোজ থ্রেশহোল্ড। মাইক্রোসফট শেষ মুহুর্তে এর নাম পরিবর্তন করে। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য উইন্ডোজ ১০ এর নানা ফিচার তুলে ধরবো।


এই কথা প্রায় সকলেই জানেন যে, উইন্ডোজ ১০ অনেকটাই উইন্ডোজ ৮ এর মতো তবে মেজর কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন উইন্ডোজ ১০ কোন স্টার্টপেজ নেই, নেই কোন চার্মবার, উইন্ডোজ ৭ এর মতো স্টার্টমেন্যু আনা হয়েছে, আইম্যাকের মতো মাল্টিটাস্কিং যুক্ত করা হয়েছে। উইন্ডোজের মধ্যে শ্যাডো ইফেক্ট যুক্ত করা হয়েছে। উইন্ডোজ ডিফল্ট আইকনগুলো পরিবর্তন করা হয়েছে আর উইন্ডোজ ফোনের স্টাইলে নোটিফিফেশন সেন্টার যুক্ত করা হয়েছে এতে করে ব্যবহারকারী সোশ্যাল থেকে শুরু করে সকল ধরনের নোটিফিকেশন এখানে পাবেন। মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর একটি উন্মুক্ত প্রিভিউ সংস্করণ বের করেছে যা ডাউনলোড করা যাবে ফ্রি। এর নাম উইন্ডোজ ১০ ট্যাকনিক্যাল প্রিভিউ।

ডাউনলোড করুন উইন্ডোজ ১০ ট্যাকনিক্যাল প্রিভিউ

উইন্ডোজ ১০ স্টার্টমেন্যু

এটি দেখতে অনেকটা উইন্ডোজ ৭ এর স্টার্টমেন্যুর মতোই কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বৈচিত্র্য আনা হয়েছে। উইন্ডোজ ৮ এর স্টার্টপেজকে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে উইন্ডোজ ডিফল্ট অ্যাপসগুলো ব্যবহারকারী এখানে পাবেন। অ্যাপসগুলোর উপরে মাউস কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাপসের ডেস্কটপ শর্টকাট পাবেন। অ্যাপসগুলোকে আপনি ডেস্কটপ মুডে যেকোনো আকারে ওপেন করতে পারবেন। এখানে অ্যাপসের কমান্ডও রয়েছে ফলে আপনি অ্যাপসের সেটিংস পরিবর্তন করতে পারবেন।

Related Post

উইন্ডোজ ১০ টাস্কভিউ

এটি উইন্ডোজ ১০ নতুন করে যুক্ত করা হয়েছে। টাস্কবারে টাস্কভিউ নামের একটি আইকন আছে তাতে ক্লিক করলে আপনি মাল্টিপল ডেস্কটপ তৈরি করতে পারবেন। একে সাথে চারটি মাল্টি স্ক্রীন করা যাবে একটি ডেস্কটপ কিংবা ল্যাপটপে। আর উইন্ডোজ ১০ ভার্চুয়াল ডেক্সটপ করতে চাইলে win+ctrl+D প্রেস করুন। চালু হয়ে যাবে ভার্চুয়াল ডেস্কটপ। এটি বন্ধ করতে চাইলে win+ctrl+F4।

নতুন ইন্টারফেস

উইন্ডোজ ১০ নতুন একটি ইন্টারফেস যুক্ত করা হয়েছে এটি হলো Alt+Tab। এটি প্রেস করলেই উইন্ডোজে চালু থাকা সকল উইন্ডোকে এক সাথে দেখাবে। ব্যবহারকারী অ্যারো কী ব্যবহার করে তার কাঙ্ক্ষিত উইন্ডোতে প্রবেশ করতে পারবেন।

সর্বোপরি এটা বলা যায় যে, উইন্ডোজ ১০ ফিচার উইন্ডোজ ৮ এর চেয়ে সহজবোধ্য। টেকক্রাঞ্চের মতো প্রযুক্তিব্লগগুলো বলছে মাইক্রোসফট উইন্ডোজ ১০ মাধ্যমে তাদের হারানো গৌরব ফিরে পাবে। কেননা এটি প্রথম একটি ওএস যা সকল ডিভাইসের জন্য সমান ফিচার যুক্ত করতে পেরেছে বা তাদের সমন্বয় করতে পারবে।

তথ্যসূত্রঃ AskVG

This post was last modified on অক্টোবর ১২, ২০১৪ 9:38 পূর্বাহ্ন

K. A. B Tohin

Recent Posts

খাওয়া কমালেই কী ইউরিক অ্যাসিড কমে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাওয়া কমালেই যে ইউরিক অ্যাসিড কমে যাবে তা কিন্তু নয়।…

% দিন আগে

যেসব অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আমাদের সাবধান হতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যথাযথ সোর্স যাচাই না করে ফোনে হুটহাট অ্যাপ ডাউনলোড করে…

% দিন আগে

পাঁচ নায়িকা এবং বলিউডের অন্যতম কমেডি সিনেমা ‘হাউসফুল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের অন্যতম কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই উঠে আসে ‘হাউসফুল’-এর…

% দিন আগে

ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা হয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার সময় হওয়া গোলাগুলির…

% দিন আগে

পানিতে নেমে শিকার! জাগুয়ারের শক্তির সামনে পাত্তাই পেলো না শক্তিশালী কুমির!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে জাগুয়ারের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর…

% দিন আগে

সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১ আশ্বিন ১৪৩১…

% দিন আগে