কাঠের তৈরি মাত্র ৭ বর্গমিটারের এই বাড়িটি আপনাকে বিস্মিত করবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাড়িটির ক্ষেত্রফল মাত্র ৭ বর্গমিটার আপনি হয়তো ভাবছেন ভুল হচ্ছে কক্ষের ক্ষেত্রফল হবে এটি। কিন্তু না এই সাত বর্গমিটার বাড়িতে একটি বাড়ির প্রয়োজনীয় সবই আছে। রান্নাঘর থেকে শুরু করে শাওয়ার পর্যন্ত সবই পাবেন আপনি এই ৭ বর্গমিটারের বাড়িতে। তো চলুন দেখে নেওয়া যাক এই বাড়িটি।


চীনের চোংকুয়াং ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী এই বাড়িটি নির্মাণ করেছেন তাদের ভার্সিটির একটি স্থাপত্য প্রদর্শনীর জন্য। ৭ বর্গমিটারের এই বাড়িটি ফ্লাইউডের তৈরি। শোয়ার ঘর, রান্নাঘর, টয়লেট এবং শাওয়ার সবই আছে এখানে কিন্তু নেই শুধু দরজা। তাহলে কিভাবে হবে, এই প্রসঙ্গে এই বাড়ির নির্মাতাদের প্রশ্ন করা হলে তারা বলেন, প্রদর্শনীর জন্য এটি আনায় তারা এখানে দরজা যুক্ত করেনি কিন্তু ব্যবহারকারী চাইলে এতে দরজা যুক্ত করতে পারবেন। চোংকুয়াং ইউনিভার্সিটির এই আয়োজনের মূল শর্ত ছিল রিসাইকেল করা যায় এমন উপাদান দিয়ে স্বল্প পরিসরের জায়গা দখল করে এমন একটি কার্যকর এবং টেকসই বাড়ি নির্মাণ করতে হবে। প্রদর্শনীতে ফ্লাইউডের তৈরি এই বাড়িটি সেরা ১২টি সুন্দর বাড়ির একটি হিসেবে স্থান করে নিয়েছে। সবচেয়ে মজার বিষয়টি হলো এই বাড়িটি স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ বাড়িটির ছাদে যুক্ত করা হয়েছে সোলার সেল যা বাড়ির বিদ্যুৎ চাহিদা পুর্ণ করবে।

আরো দেখুন- অসাধারণ এই আকাশ ছোঁয়া বাড়িতে থাকা একদম ফ্রি তবে…

বাড়ির মূল অংশের দরজার স্থানটিকে বিস্তৃত করলেই একটি চমৎকার ড্রয়িং রুমে পরিণত হবে। তাতে একটি টেবিল বা কাপবোর্ড রয়েছে। রয়েছে বুক সেলফ। এই অংশটিকে ভাঁজ করলেই রাতে ঘুমানোর স্থান হয়ে যাবে।

Related Post

বাড়ির ভেতরের শোয়ার অংশটিই কখনো কখনো হয়ে যাবে একটি আড্ডার কক্ষ। বিশ্বাস হচ্ছে না দেখুন এই নিচের ছবিতে।

শোয়ার ঘরের দুটি দরজার বাম পাশেরটি দিয়ে প্রবেশ করলে আপনি চলে যাবেন রান্নাঘরে।

আর ডানপাশেরটি দিয়ে প্রবেশ করলে যাবেন শাওয়ার আর টয়লেটে। টয়লেট এবং শাওয়ার একই সাথে যুক্ত।

আরো পড়ুন- এসব কুকুরের সাথে কিসের মিল পাওয়া যায়!

এই হলো চীনা শিক্ষার্থীর তৈরি অদ্ভুত কিন্তু সুন্দর একটি কার্যকর কাঠের তৈরি বাড়ি।

তথ্যসূত্রঃ বোরপান্ডা

This post was last modified on জুন ১৩, ২০২২ 4:59 অপরাহ্ন

K. A. B Tohin

Recent Posts

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে