দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছ হলো প্রাণদায়ক। গাছ থেকে আমরা অক্সিজেন পাই জীবনধারণ করি। কিন্তু তারের তৈরি এই গাছগুলো কি দিবে আমাদের। কিছু দিক আর না দিক এটি যে সৌন্দর্যের একটি প্রতীক হিসেবে থাকবে, তাতে সন্দেহ নেই। তবে চলুন তারের তৈরি এই গাছগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
যুক্তরাষ্ট্রের বার্ক্সহাম শহরের একজন ভাস্কর্যবিদ হলেন ক্লাইভ ম্যাডিসন। তিনি তার দিয়ে এই অদ্ভুত গাছগুলো তৈরি করেছেন। একটি কাঠের তৈরি পাটাতনের উপর দাঁড়ানো গাছগুলোর রয়েছে মূল, গাছের শাখা এবং পাতা, যা আপনাকে সত্যিই বিস্মিত করবে।
এই ভাস্কর্যবিদ শুধু গাছের ভাস্কর্য তৈরিই করেননি গাছের ভাস্কর্যের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছও রেখেছেন। তার মধ্যে ইউ গাছ এবং আমেরিকান ওয়ালনাটের কথা বলা যায়। মজার বিষয়টি গাছের এই ভাস্কর্য নির্মাণে ক্লাইভ ম্যাডিসন তার ছাড়া আর কিছুই ব্যবহার করেননি। আর এই তারগুলো দিয়েই তৈরি করেছেন গাছের পাতা থেকে শুরু করে শেকড়।
তারের তৈরি হলেও এই গাছগুলোতে আপনি পাবেন সত্যিকারের গাছের মতো পাতা, শেকড়, গাছের ডালপালাসহ আরো অনেককিছু। কাছ থেকে দেখলে গাছের পাতাগুলো অদ্ভুত লাগতে পারে কিন্তু দূর থেকে দেখলে অনেক সুন্দর গাছ।
কি চমৎকার ছায়াশীতল একটি বটবৃক্ষ। এটি বটবৃক্ষ না হলেও দেখতে কিন্তু বটবৃক্ষের মতোই লাগছে তাই না?
এই গাছগুলো আমেরিকান ওয়ালনাট। যুক্তরাষ্ট্রে এই গাছগুলো বেশ জনপ্রিয়। ক্লাইভ মেডিসন খুব চমৎকারভাবে তার দিয়ে এই গাছগুলো ফুটিয়ে তুলেছেন।
সুন্দর তারের তৈরি এই গাছগুলো আপনাকে অক্সিজেন না দিতে পারলেও আপনার গৃহের সৌন্দর্য আনয়নে ভালো ভূমিকা রাখবে।
তথ্যসূত্রঃ বোরপান্ডা
This post was last modified on অক্টোবর ২৮, ২০১৪ 4:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…