দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে কত সুন্দর জায়গা রয়েছে তা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারমধ্যে কিছু কিছু স্থান এতটাই অবিশ্বাস্য সুন্দর যা আপনাকে স্বর্গীয় অনুভূতি প্রদান করবে। তেমনি কিছু স্থান নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
১. বরফের নীলনদ
শ্বেতশুভ্র বরফের বুক ঘেঁষে এই নীল পানির ধারা বয়ে গিয়েছে। যা সত্যি অসাধারণ। এই স্থানটির নাম আইস ক্যানিয়ন। এটি গ্রীনল্যান্ডে অবস্থিত।
২. পরীর দেশ
দেখে মনে হবে পরীর দেশে চলে এসেছেন। তাই এর নাম ফেইরী পুল। এটি স্কটল্যান্ডের গ্লেন ব্রিটেলে অবস্থিত।
৩. লা মন্টানা ম্যাজিকা
এই হোটেলটির নাম লা মন্টানা ম্যাজিকা। হবেই না কেন রুপকথার গল্পের মতো দেখতে এই হোটেল। এটি চিলির লস রিওস রেজিওনে অবস্থিত।
৪. ব্লু লেগুন
এই স্থানটির নাম ব্লু লেগুন হট স্প্রিং। এই লেগুনের পানি উষ্ণ। পানির নীচের আগ্নেয়গিরির তাপে এই উষ্ণতা।
৫. বল পিরামিড
বল পিরামিড বিশ্বের সবচেয়ে উচু সী স্টেক। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে প্রায় ৭০০০ বছর পুর্বে এটি তৈরি হয়েছিল। এটি প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত।
৬. ঝর্ণার জলধারা
ক্রোয়েশিয়ার পিল্টভাইস ন্যাশনাল পার্কে এই ঝর্ণাগুলোর অবস্থান।
৭. ব্ল্যাক ফরেস্ট
নামেই ব্ল্যাক ফরেস্ট কিন্তু ভেতরে অনেক রঙের খেলা। এর অবস্থান জার্মানিতে।
৮. কাঁচের জলধারা
কাঁচের মতো স্বচ্ছ পানির লেক। এর অবস্থান স্কটল্যান্ডে।
This post was last modified on ফেব্রুয়ারী ৯, ২০১৭ 12:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…