Categories: সাধারণ

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং দিগন্ত মিডিয়ার করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Mir Kasem Ali-01Mir Kasem Ali-01

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত করে জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং দিগন্ত মিডিয়ার করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের ব্রেঞ্চ আজ রবিবার এই রায় প্রদান করে।

মীর কাসেমের বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে। এরমধ্যে ১টি অভিযোগে সর্বসম্মতিক্রমে এবং অপরটিতে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি অভিযোগগুলোতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Related Post

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করা হয়। এই রায়ের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মোট ১১টি মামলার রায় ঘোষণা হলো। বেলা ১০.৫৫ মিনিটে ৩৫১ পৃষ্ঠার সারসংক্ষেপ ১১ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়। এই রায় পাঠ করেন টাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবাইদুল হাসান। এইসময় মীর কাসেম আলী ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

গত ৪ মে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। তখন থেকেই রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় এবঙ মামলাটি (সিএভি) ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মীর কাশেম আলীর পক্ষে তার আইনজীবি ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর প্রসিকিউশন পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপন করা হয়। তারআগে আসামিপক্ষের আইনজীবি মিজানুল ইসলামও তার যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে গত ২৭ ও ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষে জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন এবং ব্যারিস্টার তুরিন আফরোজ যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত মামলাটি যে কোন দিন রায় ঘোষণা করা হবে মর্মে আদেশ দেন। গত বৃহস্পতিবার আদালত আজ রবিবার রায় ঘোষণার তারিখ দেন।

মামলার শুরু যেভাবে

গত বছরের ৬ মে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে প্রসিকিউশনের জমা দেয়। ১৬ মে প্রসিকিউশন টিম ১৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালে।

মীর কাসেমের বিরুদ্ধে ২০১৩ সালের ২৬ মে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১। একই বছর ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওদিন বিকেলে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) হতে তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর ৩০ সেপ্টেম্বর মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে ২০১৩ সালের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে সাক্ষগ্রহণ শুরু হয়। এ বছরের ৪ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

This post was last modified on নভেম্বর ২, ২০১৪ 12:22 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পশুরাজ সিংহের শরীরে বাসা বেঁধেছে শত শত মৌমাছি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে…

% দিন আগে

সবুজ ঘাসে লাল পাতা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২০ চৈত্র ১৪৩১…

% দিন আগে

যে নিয়ম মানলে সিজ়ারের পর পেটের বাড়তি চর্বি দ্রুতই কমবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত গর্ভধারণের সময় হবু মায়েদের ওজন অনেকটাই বেড়ে যায়। আবার…

% দিন আগে

ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি’র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী: ঈদ উল ফিতরের ৪র্থ দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি'র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী। আজ…

% দিন আগে

জলপ্রপাত পেরোচ্ছে বিশাল অ্যানাকোন্ডা: আমাজনের রাজার আকার দেখে বিস্মিত নেটদুনিয়া!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাথুরে নদীর জলপ্রপাতের কাছে…

% দিন আগে

অবারিত ঝরনা ধারা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৯ চৈত্র ১৪৩১…

% দিন আগে